সূত্রের খবর, শান্তিপুরের নতুন হাট এলাকার এক মোবাইল ব্যবসায়ী মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাইকের পিছনে তাঁর এক বন্ধুও বসেছিলেন। সেই সময় আচমকা দুষ্কৃতীরা হামলা চালায়। মারধর করে তাঁদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা।
আরও পড়ুনঃ খেলতে খেলতেই হঠাৎ…! কাকদ্বীপে ২ শিশুর মৃত্যু, ভরদুপুরে মর্মান্তিক ঘটনা
advertisement
অভিযোগ, শান্তিপুর শ্যামবাজার এলাকায় হেলথ কেয়ারের সামনে একটি গাড়িতে থাকা ৩ জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীর পথ আটকায়। মারধর করে তাঁদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় হামলাকারীরা। পুজোর মুখে এভাবে ব্যবসায়ী আক্রান্ত হওয়ার ঘটনায় শান্তিপুরের ব্যবসায়ী মহলের কপালে চিন্তার ভাঁজ।
এদিকে ছিনতাইয়ের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। আক্রান্ত ব্যবসায়ীর দাবি, তাঁদের কাছে থাকা ব্যাগে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা ছিল যা দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। বুধবার ওই ব্যবসায়ী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।