TRENDING:

Nadia Accident: তেহট্টে চলন্ত পিকআপ ভ্যানে দাউ দাউ আগুন, পুড়ে ছাই আস্ত একটা গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

Last Updated:

আগুন লাগার কারণ খতিয়ে দেখছে তেহট্ট থানার পুলিশ। প্রাথমিক অনুমান, ব্যাটারির শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহট্ট, নদিয়া, মৈনাক দেবনাথ: তেহট্টে চলন্ত পিকআপ ভ্যানে আগুন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল পরিবার। নদিয়ার তেহট্টে চলন্ত পিকআপ ভ্যানে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার দুপুরে তেহট্ট সোনাদহ পাড়ার কাছে এই বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ির মালিক প্রসেনজিৎ দত্ত স্ত্রী ও মাকে নিয়ে পঞ্চায়েত অফিসে কাজ সেরে গোপালপুরের বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় আচমকাই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
advertisement

মুহূর্তের মধ্যেই ইঞ্জিন থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। প্রসেনজিৎ দ্রুত রাস্তার ধারে গাড়ি  থামিয়ে দেন, তড়িগড়ি স্ত্রী ও মাকে নামিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। ফলে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় পরিবার। এর পরই চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। পুরো পিকআপ ভ্যানটি মুহূর্তে জ্বলে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা জল ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'হীরক রাজার দেশে’র স্মৃতিতে নামকরণ কটেজের, জয়চণ্ডীর সাংস্কৃতিক রূপকথা
আরও দেখুন

আগুন লাগার কারণ খতিয়ে দেখছে তেহট্ট থানার পুলিশ। প্রাথমিক অনুমান, ব্যাটারির শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Accident: তেহট্টে চলন্ত পিকআপ ভ্যানে দাউ দাউ আগুন, পুড়ে ছাই আস্ত একটা গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল