আরও পড়ুনঃ ভর সন্ধ্যায় মহিলার গলার সোনার হার… সিটি সেন্টার এলাকায় দুঃসাহসিক ছিনতাই! পুলিশের জালে ৪ দুষ্কৃতী
গত ১৯ আগস্ট, মঙ্গলবার ভর সন্ধ্যায় নদিয়ার চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় দুই দুষ্কৃতী হানা দেয়। অগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সোনার গয়না বন্দক রেখে টাকা ঋণ দেওয়া হয় ওই ব্যাঙ্কে। ডাকাতির ঘটনার সময়ে ব্যাঙ্কের ভিতরে মোট চার কর্মী উপস্থিত ছিলেন। দু’ব্যাগ ভর্তি করে সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপরেই ব্যাঙ্ক কর্মীরা চাকদহ থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় চাকদহ থানার পুলিশ।
advertisement
দুষ্কৃতীদের খোঁজে রানাঘাট পুলিশ জেলা ক্রাইম সেল ও চাকদহ থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। ঘটনাস্থল এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ঘটনার দিন দু’টি এলাকার সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতীদের গতিবিধি ধরা পড়ে। সেই ফুটেজ দেখেই দুষ্কৃতীদের শনাক্ত করে পুলিশ। আর তারপরেই গ্রেফতার। পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হেফাজত থেকেই ৪ কেজি ৬০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।