TRENDING:

East Bardhaman News : একাকী বৃদ্ধার ওপর অমানবিক অত্যাচার নাদনঘাটে, গ্রেফতার প্রতিবেশী যুবক! ক্ষোভে ফুঁসছে এলাকা

Last Updated:

East Bardhaman News : গভীর রাতে বৃদ্ধার ওপর পাশবিক নির্যাতন। ঘটনায় তীব্র চাঞ্চল্য নাদনঘাটে। অভিযোগ প্রতিূবেশী যুবকের দিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায় : নাদনঘাট থানায় এলাকায় গভীর রাতে বৃদ্ধার ওপর পাশবিক নির্যাতন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে রবিবার সকালের পর ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে ঘটনায় অভিযুক্ত এলাকার এক প্রতিবেশী যুবক।
কালনা মহকুমা হাসপাতাল
কালনা মহকুমা হাসপাতাল
advertisement

অভিযুক্ত যুবককে এদিন রবিবার দুপুরে গ্রেফতার করে নাদনঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের বিরুদ্ধে এর আগেও এইরকম অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধা একাই থাকতেন। এরপর গভীর রাতে ওই যুবক বৃদ্ধার ঘরে ঢুকে নির্যাতন চালায় বলে অভিযোগ।

আরও পড়ুন : স্কুল নয় যেন ছোট্ট ফুড মার্কেট, পড়ুয়ারা হাতেকলমে শিখল বিজনেস পলিসি! চিকেন ফুচকায় লাভ ১৪০ টাকা

advertisement

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার শরীরও একাধিক আঘাত রয়েছে। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কালনা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এলাকা চাপা উত্তেজনা রয়েছে। প্রতিবেশী যুবকের এমন কাণ্ডে সকলেই রীতিমতো অবাক।

আরও পড়ুন : দু’দিনের জমাটি মিনি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কারের তালিকায় জোড়া চারচাকা সহ কত কী! ম্যাচ দেখতে হাওড়ায় জনসমুদ্র

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

আবার এই ঘটনার পরে, এলাকায় বসবাস করা একাকী মহিলাদের নিরাপত্তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সকলেই বলছেন, এখজন বৃদ্ধা যেখানে প্রতিবেশীর লালসার শিকার হয়, সেখানে প্রশাসনের আরও বেশি নজরদারি প্রয়োজন। পাশাপাশি অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। পুরো ঘটনার তদন্তে পুলিশ আরও তথ্য খুঁজে বার করার চেষ্টা করছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News : একাকী বৃদ্ধার ওপর অমানবিক অত্যাচার নাদনঘাটে, গ্রেফতার প্রতিবেশী যুবক! ক্ষোভে ফুঁসছে এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল