নিরাপত্তা আরও জোরদার করতেই লাগানো হল এই লোহার গেট। এতদিন সাধারণত গার্ড রেল রাখা হত। নবান্ন সংলগ্ন প্রত্যেকটি গলিতে মিস্ত্রি দিয়ে ১২ থেকে ১৩ ফুটের লোহার গেট বসানো হল। যাতে বিক্ষোভকারীরা নবান্ন পর্যন্ত চলে না আসেন। নবান্ন সংলগ্ন ২০ মিটার ৩০ মিটার দূরত্বেই এই লোহার গেট গুলি বসিয়ে দেওয়া হল।
advertisement
প্রসঙ্গত, এর আগের নবান্ন অভিযানে বিক্ষোপকারীরা নবান্ন সংলগ্ন ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল। আর এবার তাই বাড়তি তৎপরতা নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের। এই প্রথম রাজ্য পুলিশ নবান্ন অভিযানকে কেন্দ্র করে লোহার গেট বসালো অলিতে গলিতে। পাশাপাশি জল কামান বা ওয়াটার ক্যাননও মজুদ রাখা হয়েছে।
টার্ফ রোডের মুখে গার্ডরেইল ও ওয়াটার ক্যানন রাখা আছে। এছাড়া টার্ফ রোড হয়ে সেকেন্ড ব্রিজ ওঠার কানেকটিং ব্রিজ রয়েছে সেখানে কন্টেনার রাখা হয়েছে। বেলা বাড়লে সেগুলো ব্যহবার করে পুরোটা ব্যারিকেড করা হবে।