TRENDING:

Nabanna Abhijan: গলিতে মিস্ত্রি দিয়ে বসানো হল ১২ থেকে ১৩ ফুটের লোহার গেট! বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, কী অবস্থা হাওড়ার

Last Updated:

Nabanna Abhijan: নবান্ন সংলগ্ন গলিতে গলিতে এবার বসানো হল লোহার গেট। সূত্রের খবর, বিক্ষোভকারীরা যাতে নবান্ন পর্যন্ত আসতে না পারে, তাই এই ব‍্যবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে হাওড়া। সকাল থেকেই হাওড়া ময়দান, মল্লিক ফটক, বেলেপোল মোড়, সাঁতরাগাছি ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি, নবান্ন সংলগ্ন গলিতে গলিতে এবার বসানো হল লোহার গেট। সূত্রের খবর, বিক্ষোভকারীরা যাতে নবান্ন পর্যন্ত আসতে না পারে, তাই এই ব‍্যবস্থা। দ্বিতীয় হুগলি সেতু যাওয়ার রাস্তা টার্ফ রোডের মুখ থেকে বন্ধ করা হল।
গলিতে বসানো হল ১২ থেকে ১৩ ফুটের লোহার গেট! বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ
গলিতে বসানো হল ১২ থেকে ১৩ ফুটের লোহার গেট! বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ
advertisement

নিরাপত্তা আরও জোরদার করতেই লাগানো হল এই লোহার গেট। এতদিন সাধারণত গার্ড রেল রাখা হত। নবান্ন সংলগ্ন প্রত্যেকটি গলিতে মিস্ত্রি দিয়ে ১২ থেকে ১৩ ফুটের লোহার গেট বসানো হল। যাতে বিক্ষোভকারীরা নবান্ন পর্যন্ত চলে না আসেন। নবান্ন সংলগ্ন ২০ মিটার ৩০ মিটার দূরত্বেই এই লোহার গেট গুলি বসিয়ে দেওয়া হল।

advertisement

আরও পড়ুন: স্নান করতে গিয়ে এতক্ষণ কী করছে মেয়ে? দরজা ভাঙতেই দৃশ‍্য দেখে শিউরে উঠলেন মা! আপনিও করছেন না তো স্নান করতে গিয়ে এই মারাত্মক ভুল? হতে পারে মৃত‍্যুও

প্রসঙ্গত, এর আগের নবান্ন অভিযানে বিক্ষোপকারীরা নবান্ন সংলগ্ন ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল। আর এবার তাই বাড়তি তৎপরতা নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের। এই প্রথম রাজ্য পুলিশ নবান্ন অভিযানকে কেন্দ্র করে লোহার গেট বসালো অলিতে গলিতে। পাশাপাশি জল কামান বা ওয়াটার ক‍্যাননও মজুদ রাখা হয়েছে।

advertisement

আরও পড়ুন: দেখতে ‘ক্রেট’-এর মতো! ঘরের দেওয়ালের ফাটলে, বইয়ের তাকে লুকিয়ে থাকে…এই সাপকে পৃথিবীর সবচেয়ে ‘অভাগা’ সাপ কেন বলে জানেন?

টার্ফ রোডের মুখে গার্ডরেইল ও ওয়াটার ক‍্যানন রাখা আছে। এছাড়া টার্ফ রোড হয়ে সেকেন্ড ব্রিজ ওঠার কানেকটিং ব্রিজ রয়েছে সেখানে কন্টেনার রাখা হয়েছে। বেলা বাড়লে সেগুলো ব‍্যহবার করে পুরোটা ব‍্যারিকেড করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabanna Abhijan: গলিতে মিস্ত্রি দিয়ে বসানো হল ১২ থেকে ১৩ ফুটের লোহার গেট! বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, কী অবস্থা হাওড়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল