সেখানেই জেলা পুলিশের আধিকারিক জানান, এ বছর রাস উৎসবের পুজো হবে ৫ নভেম্বর।শোভাযাত্রা হবে ৬ নভেম্বর। এই শোভাযাত্রায় কেবল শোভাযাত্রার অনুমতি প্রাপ্ত পুজো কমিটিকেই অংশগ্রহণের জন্য আবেদন জানানো হয়। পাশাপাশি এও বলা হয় এ বছরের শোভাযাত্রায় অনুমতি প্রাপ্ত সকল বারোয়ারীকে দেওয়া হবে একটি করে কিউ আর কোড (QR CODE) যাতে বোঝা যাবে কোন প্রতিমার রুট কোনটি, এছাড়াও প্রতি ১০০ মিটার অন্তর একটি করে পুলিশ সহায়তা ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে সেখানেও থাকবে নানা সুবিধা। পাশাপাশি প্রতিটি পুজো কমিটিকে পাঁচজন করে স্বেচ্ছাসেবক দেওয়ার কথাও জানানো হয়ে যারা ওই দিন পুলিশ প্রশাসনের দেওয়া বৈধ পরিচয়পত্র ও পোশাক পরে প্রশাসনের কাজে সহায়তা করবে।
advertisement
পুজোর অনুমতির জন্য নবদ্বীপ পৌরসভায় সিঙ্গেল উইন্ডোর ব্যবস্থা থাকবে। মোটের উপর এবছরে রাস উৎসবকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে প্রশাসন-সহ সকলেই বদ্ধপরিকর।