প্রাচীন স্থাপত্যের নানা নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাত সহ জেলার বিভিন্ন প্রান্তে। অতীতে এই বারাসত কোর্টেই একসময় কর্মরত ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লর্ড ওয়ারেন্ট হেস্টিংস এর বাড়িও রয়েছে বারাসাত কাছারি মাঠ সংলগ্ন এলাকায়। ইতিহাসের নানা নিদর্শন থাকলেও বর্তমানে বারাসাত জুড়ে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে সুড়ঙ্গ রহস্য।
advertisement
আরও পড়ুন : নিজের রান্না দিয়ে ঘোল খাওয়ান সবাইকে! রইল গরমে রান্নায় ঘোল ব্যবহারের দুর্দান্ত ৫ উপায়!
বারাসত কে কে মিত্র রোডে বারাসাত কোটের একটি বিল্ডিং দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বারাসাত কোর্টের তত্ত্বাবধানেই রয়েছে ওই বিল্ডিং। বেশ কয়েক দিন আগে স্বাস্থ্য দফতরের তরফে বাড়িটি ভাঙতে আসা হয়। ভেঙে ফেলা হয় বাড়ির বেশ কিছুটা অংশ। এরপরই আদালতের হস্তক্ষেপে বেআইনিভাবে ওই বাড়ি ভাঙার অভিযোগে কাজ স্থগিত রাখা হয়। ঘটনার সূত্রপাত এরপরই, বাড়ির ভাঙা অংশ দিয়ে স্থানীয় কয়েকজন লক্ষ্য করেন ভূগর্ভে রয়েছে সুড়ঙ্গ পথ। বিষয়টি জানানো হয় প্রশাসনকেও।
এরপর থেকেই এই জরাজীর্ণ বাড়িটির ভেতরে সুড়ঙ্গ পথ ঘিরে কৌতুহল দেখা দিয়েছে সকলের মধ্যে। বহু মানুষ ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন সুড়ঙ্গ দেখার আগ্রহ নিয়ে। তবে, প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন অপেক্ষা সময়ের, সরকারের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার পরই জানা যাবে এই সুড়ঙ্গের আসল রহস্য কী!