তমলুকের (Tamluk) ময়নার চরনদাসচকের বাসিন্দা শক্তি মণ্ডল। স্থানীয় চরণদাসচক বাস স্টপেজেই তাঁর একটি চায়ের দোকান রয়েছে। সেখানেই যা রোজগার হয় তা দিয়েই চলে সংসার। কিন্তু গত ছ-মাস ধরে তিনি যেন এক অলৌকিক শক্তির সঙ্গে 'যুদ্ধ' করে চলেছেন। কখনও রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর বিছানার মশারিতে আগুন লেগে যাচ্ছে। আবার কখনও বাড়ির মহিলাদের কাপড়ে লেগে যাচ্ছে আগুন। যে আগুন আবার জলেও লেগে গিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।
advertisement
আরও পড়ুন: দুর্যোগের চূড়ান্ত সতর্কতা আগামী ৪৮ ঘণ্টা! ক্রমশ গভীর নিম্নচাপ, জারি অরেঞ্জ অ্যালার্ট...
আগুন লাগছে আবর্জনাতেও। হঠাৎ হঠাৎ করেই লেগে যাচ্ছে এই আগুন! যদিও এই আগুন কীভাবে লাগছে, তার উৎসই বা কী? তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। অলৌকিক নাকি বিজ্ঞান? কেউই কোনওভাবেই এ ব্যাপারে সঠিক দিশা দেখাতে পারছে না। কেউ কেউ আবার মিথেন গ্যাসের উৎপত্তি থেকে এই ধরনের ঘটনা ঘটছে বলে ধারণা করছেন। যদিও প্রকৃত ঘটনা কী, তার সদুত্তর খুঁজে পাচ্ছেন না কেউই।
আরও পড়ুন: পোশাক ছিঁড়ে-দাঁত ভেঙে জাতীয় স্তরের খেলোয়ারকে পৈশাচিক ধর্ষণের পর খুন, ক্ষোভের আগুন জ্বলছে...
জানা গিয়েছে, গত ৬ মাস ধরে প্রায় দিনই এই ধরনের ঘটনা ঘটে চলেছে শক্তি মণ্ডলের পরিবারে। এ পর্যন্ত পরিবারের খান কুড়ি মশারি পুড়ে গেছে। বাড়ির পিছনের গোয়াল ঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে। কারণ অনুসন্ধান করতে পরিবারের সদস্যরা পালা করে জাগছেনও। তবুও নিস্তার পাচ্ছেন না তাতেও। এই পরিস্থিতি থেকে কবে তাঁরা রক্ষা পাবেন, সেই চিন্তায় ঘুম ছুটেছে গোটা পরিবারের। যে কোনও সময় এই অদৃশ্য আগুন থেকে চরম বিপদ ঘটে যেতে পারে এই আশঙ্কায় প্রহর গুনছেন তাঁরা।
সুজিত ভৌমিক