TRENDING:

আমার ফোনে আড়ি পাতা হয়: মমতা

Last Updated:

শ্রীরামপুরে জনসভায় তৃণমূলনেত্রী বললেন, 'আমার ফোনে আড়ি পাতে কেন্দ্র৷ অন্য নাম লিখে ফোনে সেভ করি৷ কাকে ফোন করছি খেয়াল রাখছে৷ আপনাদের ফোনেও নজর রাখছে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীরামপুর: তাঁর ফোনে আড়ি পাতা হয় বলে আগেও একাধিক বার অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার শ্রীরামপুরে জনসভায় তৃণমূলনেত্রী বললেন, 'আমার ফোনে আড়ি পাতে কেন্দ্র৷ অন্য নাম লিখে ফোনে সেভ করি৷ কাকে ফোন করছি খেয়াল রাখছে৷ আপনাদের ফোনেও নজর রাখছে৷'
advertisement

কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করে মমতা বলেন, 'একের পর এক সংস্থা বন্ধ হচ্ছে৷ মোদির আমলে চাকরি যাচ্ছে৷ নোটবন্দি করে পকেট কাট করেছে৷ রাফাল ছাড়াও একাধিক কেলেঙ্কারি করেছে মোদি সরকার৷ ভোটের পর সব দুর্নীতি ধরা পড়বে৷'

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নোটবন্দি নিয়ে মোদিকে নিশানা করে মমতার কথায়, 'নোটবাতিলে দেশের সর্বনাশ হয়েছে৷ হঠাত্‍‌ করে নোটবাতিল করলেন মোদি৷ কালো টাকা বিদেশে পাঠিয়েছে৷ কোথায় গেল ১৫ লক্ষের প্রতিশ্রুতি? মোদির আমলে বেকার বেড়েছে৷ ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন৷ বিজেপি-র পার্টি অফিস এখন শপিংমল৷'

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমার ফোনে আড়ি পাতা হয়: মমতা