কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করে মমতা বলেন, 'একের পর এক সংস্থা বন্ধ হচ্ছে৷ মোদির আমলে চাকরি যাচ্ছে৷ নোটবন্দি করে পকেট কাট করেছে৷ রাফাল ছাড়াও একাধিক কেলেঙ্কারি করেছে মোদি সরকার৷ ভোটের পর সব দুর্নীতি ধরা পড়বে৷'
নোটবন্দি নিয়ে মোদিকে নিশানা করে মমতার কথায়, 'নোটবাতিলে দেশের সর্বনাশ হয়েছে৷ হঠাত্ করে নোটবাতিল করলেন মোদি৷ কালো টাকা বিদেশে পাঠিয়েছে৷ কোথায় গেল ১৫ লক্ষের প্রতিশ্রুতি? মোদির আমলে বেকার বেড়েছে৷ ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন৷ বিজেপি-র পার্টি অফিস এখন শপিংমল৷'
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2019 4:51 PM IST