TRENDING:

ভাবা যায়! ৪০ বছর পর বাড়িতে এল বিদ্যুৎ, তাও আবার পুলিশের মানবিক উদ্যোগে

Last Updated:

এক বৃদ্ধা দীর্ঘ ৪০ বছর ধরে বাস করছিলেন জঙ্গলের মাঝে, বিদ্যুৎহীন অন্ধকারে। অবশেষে তার বাড়িতে পৌঁছল বিদ্যুৎ পরিষেবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: একটা মানুষ কতটা অসহায় হলে সভ্যতা থেকে অনেক দূরে থাকে। গভীর জঙ্গলের মাঝে কাটাতে হয় গোটা একটা জীবন। মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার রামনারায়ণ পাড়া সেখানেই এক বৃদ্ধা দীর্ঘ ৪০ বছর ধরে বাস করছিলেন জঙ্গলের মাঝে, বিদ্যুৎহীন অন্ধকারে।
advertisement

জানা গিয়েছে, না ছিল ইলেকট্রিক, না ছিল সরকারি কোনও সাহায্য। ঘরের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারে না, কুপি জ্বালিয়ে রাত পার এমন জীবন যেন কল্পনাকেও হার মানায়।

এই খবর শুনতে পেয়ে আর বসে থাকতে পারেননি সাগরপাড়া থানার ওসি মোঃ খুরশিদ আলম। নিজে ছুটে গেলেন সেই জঙ্গলের ভেতরে গত তিনদিন আগে, সেখানে আর্থিক সহযোগিতা করেছিলেন এবং বৃদ্ধার বাড়ি দেখে কথা দিয়েছিলেন “এই ঘরে আলো জ্বলবে, সরকারি সাহায্য পৌঁছবে।”

advertisement

আরও পড়ুন: বর্ষার ছোঁয়ায় ফিরেছে প্রাণ, দার্জিলিং অপরূপ! সিটং, তাগদায় পর্যটকদের ঢল, সুযোগ পেয়েও না গেলে বড় মিস

ওসি-র প্রতিশ্রুতি ছিল তিন দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হবে এবং তিনি কথা রেখেছেন। মুর্শিদাবাদের ওই বৃদ্ধার বাড়িতে মাত্র তিন দিনের মাথায় সেই অন্ধকার ঘরে পৌঁছে যায় ইলেকট্রিকের তার, জ্বলে ওঠে আশার আলো। সঙ্গে ছিলেন বেসরকারি সংস্থার কর্মী অর্পিতা হালদার। ওসি ও তার পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে যান বৃদ্ধার বাড়িতে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ঘরের ভেতর নিজের হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ভাঙা জিনিস গুছিয়ে দেওয়া, আসবাবপত্র ঠিক করা, সবই করেন যেন এক মায়ের ঘরে ফিরে আসা সন্তানের মতো। পুলিশের এমন মানবিক রূপ দেখে স্বাভাবিকভাবেই অবাক এলাকার বাসিন্দারা। কেননা পুলিশ মানেই তো মানুষের কাছে অন্যকিছু।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাবা যায়! ৪০ বছর পর বাড়িতে এল বিদ্যুৎ, তাও আবার পুলিশের মানবিক উদ্যোগে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল