TRENDING:

এ যেন ইতিহাসের ‘খনি’! স্বাধীনতার আগে-পরের বিলুপ্তপ্রায় জিনিসে ঠাসা, 'এই' জমিদার বাড়িতে পা রাখলে থমকে যায় সময়

Last Updated:

Museum in Zamindars House: সংগ্রহশালাকে দুই ভাগে ভাগ করেছেন হিমাদ্রীবাবু। একটি ঘরে রয়েছে স্বাধীনতার আগের বিভিন্ন জিনিসপত্র। অন্য ঘরে রয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ের জিনিসপত্র যা বর্তমানে বিলুপ্তির পথে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড়শুল, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: এ যেন এক ইতিহাসের খনি, আগামী প্রজন্মকে ইতিহাসের প্রতি আগ্রহী করতে ও ইতিহাসের আকর চেনাতে নিজস্ব উদ্যোগ বাড়িতে গড়ে তুলেছেন এক ছোট্ট সংগ্রহশালা। ইস্ট ইন্ডিয়া আমলের দলিল থেকে ব্রিটিশ আমলে ইংল্যান্ড থেকে আনা আতর, বেলজিয়ামের আয়না, কাচের গ্লাস, ব্রিটিশ আমলে পোস্ট অফিসে ব্যবহৃত টেলিগ্রাফ মেশিন, তালপাতার পুঁথি-সহ নানান সামগ্রী সবই আছে তাঁর সংগ্রহশালায়।
advertisement

পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের নাম কমবেশি সকলেই জানেন ল্যাংচার জন্য। এই শক্তিগড়ের পাশেই বড়শুল গ্রামেই রয়েছে দে বংশের জমিদার বাড়ি। বিখ্যাত এই জমিদার বাড়িতেই একটি সংগ্রহশালা তৈরি করেছেন দে বাড়ির সদস্য হিমাদ্রী শংকর দে। ডাক টিকিট সংগ্রহ থেকে শুরু তাঁর এই সংগ্রহশালা তৈরি যাত্রা।

আরও পড়ুনঃ নুরপুরে ভাঙন আরও তীব্র! বন্ধ ফেরি পরিষেবা! অভিষেকের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় শুরু মেরামতের কাজ

advertisement

বর্তমানে নিজের বাড়ির একাংশ জুড়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন এক ইতিহাসের খনি। তিনি তাঁর সংগ্রহশালাকে দুই ভাগে ভাগ করেছেন। একটি ঘরে রয়েছে স্বাধীনতার আগের বিভিন্ন জিনিসপত্র। অন্য ঘরে রয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ের জিনিসপত্র যা বর্তমানে বিলুপ্তির পথে। তাঁর সংগ্রহে এমন বেশ কিছু জিনিস রয়েছে যা দেখলে বিস্ময়ে ভরে উঠবে আপনার মন।

advertisement

View More

আরও পড়ুনঃ মধ্যমগ্রামের প্রিন্টিং কারখানায় বিধ্বংসী আগুন! কালো ধোঁয়া গিলে খেল… দাহ্য পদার্থে পুড়ে ছারখার সমস্ত কিছু

সংগ্রহশালার ভেতরে প্রবেশ করলেই যেন এক অন্য জগতে হারিয়ে যাবেন আপনি। প্রথমেই চোখে পড়বে প্রায় দু’শো বছরের পুরনো তালপাতার পুঁথি। আরেকটু এগোলেই দেখতে পাবেন ১০০ বছরের পুরনো পেন , ব্রিটিশ আমলের নানান জিনিসপত্র থেকে শুরু করে জমিদার আমলের জিনিস। তবে, এই সংগ্রহের মধ্যে সবচেয়ে আশ্চর্য ও বিরল জিনিসটি হল, একটি ক্ষুদ্র চালের দানা। এই ছোট্ট দানার উপর অত্যন্ত সূক্ষ্ম অক্ষরে লেখা রয়েছে ১০০টিও বেশি বর্ণ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংগ্রহশালার দরজায় পা রাখতেই সময় যেন থমকে যায়। এখানে রয়েছে ইতিহাস আর ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন। হিমাদ্রী শংকর দের এই ক্ষুদ্র প্রয়াস যেন এক বিশাল ইতিহাসের আধার, যা আগামী প্রজন্মকে তাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এখানের প্রতিটি বস্তুর সঙ্গে জড়িত শত শত বছরের গল্প।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ যেন ইতিহাসের ‘খনি’! স্বাধীনতার আগে-পরের বিলুপ্তপ্রায় জিনিসে ঠাসা, 'এই' জমিদার বাড়িতে পা রাখলে থমকে যায় সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল