নদিয়ার করিমপুর থেকে বহরমপুর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। দৌলতাবাদে ব্রিজের রেলিং ভেঙে তলিয়ে যায় বাস। কোনওরকমে সাঁতরে বাঁচলেন জনা ১৩ যাত্রী। নিখোঁজদের জন্য দিনভর হাহুতাশ। আশা-আশঙ্কা আর চোখের জলে প্রলাপ পরিজনেদের।
ভয়াবহ বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের দৌলতাবাদে। নিয়ন্ত্রণ হারিয়ে নলিনী বাস্কে সেতুর রেলিং ভেঙে গোবরা খালে পড়ে যায় যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে অর্থসাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
দীর্ঘক্ষণের চেষ্টার পর বাসটিকে নদী থেকে খানিকটা তোলা গিয়েছে। আটকে থাকা বেশ কয়েকজনের দেহ এনডিআরএফের কর্মীরা বের করে এনেছেন। আর অনেকের দেহ আটকে রয়েছে। তাদের উদ্ধারের কাজ চলছে। এখনও পর্যন্ত মোট ৩৭ জনের দেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ৩২টি দেহ বাস থেকে উদ্ধার হয়েছে। করিমপুর থেকে বহরমপুর যাওয়ার পথে বালিরঘাট সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। মোবাইল কানে বাস চালানোর অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।