উৎকর্ষ বাংলা মুর্শিদাবাদ উদ্যোগে বহরমপুরে আয়োজন করা হল পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের। ছেনি, কুর্নি, হাতুড়ি সহ সমস্ত কিছু নিয়েই এই প্রশিক্ষণ দেওয়া হয় শ্রমিকদের। রাজ্যের মধ্যে এই প্রথম মুর্শিদাবাদ জেলাতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় বলেই জানা গিয়েছে।
advertisement
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার বহু শ্রমিককে কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে হয়। এবার সেই রাজমিস্ত্রিদের জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হল। রাজমিস্ত্রিদের কাজের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এবার বহরমপুরে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে লেবার কমিশনারেট। বহরমপুরে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে চলবে তিনদিন ধরে। প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনেই হাতে-কলমে রাজমিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে নিরাপত্তার বিষয়টি নিয়েও সচেতনতা করা হয়। প্রায় ১০০ জন রাজমিস্ত্রির প্রশিক্ষণ নেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উৎকর্ষ বাংলার উদ্যোগে মোট ১০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী দিনে মোট পাঁচ হাজারের বেশি রাজমিস্ত্রীকে এই প্রশিক্ষণ দেওয়া মূল লক্ষ্য। এই প্রশিক্ষণ নিয়ে যাতে সঠিকভাবে স্বনির্ভর হতে পারে তার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদেরকে শংসাপত্র দেওয়া হবে। তারা যাতে আগামী দিনে সঠিকভাবে রাজমিস্ত্রীর কাজ করতে পারে তাও পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আয়োজকরা জানান, তিনদিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যারা আগে থেকেই কাজ করছে কিন্তু যাদের কাছে কোন সার্টিফিকেট নেই, তার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে শংসাপত্র তুলে দেওয়া হবে।
কৌশিক অধিকারী