জানা গিয়েছে, পরিবারে চার সন্তান নিয়ে বসবাস করেন বাসুরা বেওয়া। বর্তমানে বাসুয়া বেওয়ার বৃদ্ধা শাশুড়ি ও ননদ রয়েছেন। ফলে চরম আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়েই দিনগুজরান করেন পরিবারের সদস্যরা। ফলে মাথার উপর ছিল না কিছুই। তাই এগিয়ে আসে ডোমকলের কিছু যুবক। তারা উদ্যোগ গ্রহণ করেই তৈরি করে দেওয়া হল টিনের ঘর। ইতিমধ্যেই ঐ ঘরের ফিতে কেটে উদ্বোধন করেন বাড়ির মহিলা সদস্য বাসুরা বেওয়া।
advertisement
আরও পড়ুন: বৃষ্টির জলে মাটি নরম হতেই সরে যাচ্ছে বস্তা…! নতুন করে ভাঙনের আতঙ্ক তাড়া করছে গঙ্গাপাড়ের বাসিন্দাদের
মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ৬ নং ওয়ার্ডের মেহেদিপাড়া এলাকার এক হতদরিদ্র পরিবারের ঘর ফিতে কেটে উদ্বোধন করা হয়েছে। পরিবারের সদস্যরা বাসুরা বেওয়া জানিয়েছেন, বছর দু’য়েক আগে কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায় বাড়ির কর্তা অর্থাৎ একমাত্র রোজগেরে পুরুষ সদস্যের। তারপরেই হাল ধরেন মহিলা সদস্য বাসুরা বেওয়া। চার কন্যা সন্তান, শ্বাশুড়ি ও ননদ নিয়ে সাত মহিলা সদস্যের পরিবার। এখন ঘর পেয়ে খুশি হয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার যুবক সম্রাট মন্ডল জানিয়েছেন, মাস খানেক আগে চরম দুর্দশার কথা জানতে পারে ফোন মারফৎ। তারপরেই খোঁজ নিয়ে দেখে সদস্যদের সঙ্গে আলোচনা করেন। শুরু হয় ঘর তৈরির পরিকল্পনা। সদস্যরা নিজে হাতে ঘর তৈরির কাজ শুরু করেন। দিন পনেরোর মধ্যেই সাধ্যমত একটি টিনের ঘর তৈরি করে দেন ঐ পরিবারকে।
কৌশিক অধিকারী