TRENDING:

Murshidabad News: বিয়ে হোক বা অন্নপ্রাশন! শোপিস, ব্লেন্ডার নয়, শুধুই গাছের চারা গিফট দেন এই যুবক! উপহারের সংখ্যা ২০ হাজার পার

Last Updated:

Murshidabad News: মোটরবাইকে গাছ নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলেছেন বাইক আরোহী। বার্তা একটাই বিষ্ণ উষ্ণায়ন থেকে মানুষকে বাঁচাতে গাছ লাগাতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মোটরবাইকে গাছ নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলেছেন বাইক আরোহী। বার্তা একটাই বিষ্ণ উষ্ণায়ন থেকে মানুষকে বাঁচাতে গাছ লাগাতে হবে। তাই মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে ছয় হাজার চারা গাছ লাগানোর উদ্যোগ যুবক সঞ্জীব দাসের। মোটরবাইকে চড়েই জেলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে বৃক্ষরোপণ করছেন বাইক আরোহী। বর্ষা নামতেই সাগরদিঘীর বিভিন্ন গ্রামে সবুজ গড়ে তুলতে উদ্যোগী সঞ্জীব দাস। বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘী ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল, মেহেগিনি, লেবু, বকুল ও পিয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে।
advertisement

এই বর্ষায় চারাগাছ রোপনের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসূচি। তাছাড়া সাগরদিঘীর যেকোন অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেমী মুর্শিদাবাদের সঞ্জীব দাস। এখনও পর্যন্ত তিনি ২০ হাজার চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপণ করে চলেছেন।

আরও পড়ুন: বাসে ১৫ যাত্রী, পিছনে সজোরে ধাক্কা লরির! রথযাত্রার দিনেই বড় দুর্ঘটনা মুর্শিদাবাদে

advertisement

এই প্রসঙ্গে সঞ্জীব দাস বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগান এবং তার যত্ন নিন। শুধু গাছ নেওয়াই যথেষ্ট নয়, একটি গাছ মানে একটি প্রাণ সেটা যেন আমরা সবাই উপলব্ধি করি। প্রকৃতিকে ভালবাসা মানেই নিজের ভবিষ্যৎকে নিরাপদ রাখা।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

তিনি আরও জানান, “জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধির মত সংকটময় পরিস্থিতিতে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণই একমাত্র পথ। তাই ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বিয়ে হোক বা অন্নপ্রাশন! শোপিস, ব্লেন্ডার নয়, শুধুই গাছের চারা গিফট দেন এই যুবক! উপহারের সংখ্যা ২০ হাজার পার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল