এই বর্ষায় চারাগাছ রোপনের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসূচি। তাছাড়া সাগরদিঘীর যেকোন অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেমী মুর্শিদাবাদের সঞ্জীব দাস। এখনও পর্যন্ত তিনি ২০ হাজার চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপণ করে চলেছেন।
আরও পড়ুন: বাসে ১৫ যাত্রী, পিছনে সজোরে ধাক্কা লরির! রথযাত্রার দিনেই বড় দুর্ঘটনা মুর্শিদাবাদে
advertisement
এই প্রসঙ্গে সঞ্জীব দাস বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগান এবং তার যত্ন নিন। শুধু গাছ নেওয়াই যথেষ্ট নয়, একটি গাছ মানে একটি প্রাণ সেটা যেন আমরা সবাই উপলব্ধি করি। প্রকৃতিকে ভালবাসা মানেই নিজের ভবিষ্যৎকে নিরাপদ রাখা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধির মত সংকটময় পরিস্থিতিতে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণই একমাত্র পথ। তাই ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
কৌশিক অধিকারী