TRENDING:

Samshergunj: ছাই ঘেঁটে বই খুঁজে চলেছে রঞ্জন... নাকে পোড়া বইয়ের গন্ধ মধুমিতার! কোথাও বারুদ, কোথাও চোখের জল

Last Updated:

কিন্তু আগুনের লেলিহান শিখা পুড়িয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড, তার স্কুলের পোশাক, স্বপ্ন! পোড়া ঘরে বসে ছাই সরিয়ে রঞ্জন খোঁজার চেষ্টা করছিল যদি পোড়া অ্যাডমিট কার্ড পাওয়া যায়। একটু দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন বাবা সঞ্জয় মণ্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সামশেরগঞ্জ: ঘরে ছড়িয়ে ছিটিয়ে ভস্মীভূত হয়ে থাকা প্রিয় জিনিস। সে সব সরিয়ে খোঁজার চেষ্টা চলছে বইগুলো। রঞ্জন মণ্ডল। সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। একাদশের জন্য এখন থেকেই বই জোগাড়ের কাজ শুরু করে দিয়েছিল। আগামী দিনে ইতিহাস নিয়ে পড়তে চায়৷ অধ্যাপক হওয়ার ইচ্ছা৷ কিন্তু আগুনের লেলিহান শিখা পুড়িয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড, তার স্কুলের পোশাক, স্বপ্ন! পোড়া ঘরে বসে ছাই সরিয়ে রঞ্জন খোঁজার চেষ্টা করছিল যদি পোড়া অ্যাডমিট কার্ড পাওয়া যায়। একটু দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন বাবা সঞ্জয় মণ্ডল।
কোথাও বারুদ, কোথাও চোখের জল
কোথাও বারুদ, কোথাও চোখের জল
advertisement

নিজের দুই মেয়েকে রেখে এসেছেন ঔরঙ্গাবাদে৷ ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন রঞ্জ৷ তার চেয়েও বেশি আতঙ্কে দুই বোনের ভবিষ্যৎ  নিয়ে। এর মধ্যেও পরিতোষ ঘুরে দাঁড়ানোর লড়াই লড়তে প্রস্তুত।

আরও পড়ুন: ‘হামাগুড়ি বাবু’ কে? মমতার মন্তব্যের পরই শুরু খোঁজ, মাথা চুলকোচ্ছেন তৃণমূল নেতারাও

আরও পড়ুন: ‘কেউ অশান্তি করবেন না,’ আবারও শান্তিরক্ষার বার্তা মমতার, নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে করলেন সম্মেলন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেতবোনা গ্রামের থেকে তিন মিনিট হেঁটে গেলেই দিখরি হাইস্কুল। স্কুলের সামনে ভারী বুটের শব্দ। কারণ গ্রামের নিরাপত্তায় স্কুলে ক্যাম্প করে রয়েছে বিএসএফ৷ ফলে বন্ধ পঠন পাঠন৷ গ্রামের ছাত্র-ছাত্রীরা বুঝে উঠতে পারছে না, কবে থেকে শুরু হবে তাদের ক্লাস৷ কবে থেকে তারা দিতে পারবে পরীক্ষা। মধুমিতা  ক্লাস সিক্সের ছাত্রী। গত বৃহস্পতিবার দিয়ে এসেছে ভূগোল পরীক্ষা৷ তারপর? মধুমিতা বলছে, ‘গ্রামে খুব অশান্তি হয়েছে। আমরা গ্রাম ছেড়ে বেরিয়ে গেলাম। ফিরে এসে দেখি, আর কিছুই নেই৷ সব শেষ। আমার বই, খাতা, ব্যাগ, পোশাক সব পুড়ে গিয়েছে।’ ধুলিয়ান ঘাটের কাছে রয়েছে কাঞ্চনতলা জেডিজে ইন্সটিটিউশন। সেই স্কুলেও পড়াশোনার পাঠ শিকেয়। কারণ ধুলিয়ানের অশান্তির জন্য যে পুলিশকর্মীরা এসেছেন, তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কবে আবার ফিরবে পুরনো সময়, অপেক্ষায় পড়ুয়া-শিক্ষক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Samshergunj: ছাই ঘেঁটে বই খুঁজে চলেছে রঞ্জন... নাকে পোড়া বইয়ের গন্ধ মধুমিতার! কোথাও বারুদ, কোথাও চোখের জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল