TRENDING:

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ ‘ইলেকট্রিসিটি অফিসের’, অ্যাকাউন্ট থেকে সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত শিক্ষিকা

Last Updated:

Cyber Crime: টাকা প্রতারণার পর ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেদার প্রামাণিক, রঘুনাথগঞ্জ : সাইবার প্রতারণার শিকার এক শিক্ষিকা৷ বিদ্যুৎ বিলের সমস্যার কারণে পরিষেবা বিচ্ছিন্ন করার মেসেজ মোবাইলে পাঠিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার এক শিক্ষিকার সঙ্গে। টাকা প্রতারণার পর ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অভিযোগকারিণী নবনীতা সরকারের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। কর্মসূত্রে তিনি মুর্শিদাবাদের সুতির সরকারি স্কুলের শিক্ষিকা। বর্তমানে ফরাক্কা ব্যারেজের প্রজেক্ট আবাসনে থাকেন। রবিবার রাতে শিক্ষিকার মোবাইলে একটি মেসেজ আসে। যে তাঁর বিদ্যুৎ সংক্রান্ত বিল-এর সমস্যা হওয়ায় পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তার পর রাতের বেলায় হোয়াট্স অ্যাপে মেসেজ আসা নম্বরে শিক্ষিকা সকালবেলায় কল করে।

advertisement

অভিযোগ, প্রতারক শিক্ষিকাকে তার নিজের মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করতে বলে। অ্যাপস ডাউনলোড করার পর শিক্ষিকাকে দশ টাকা পেমেন্ট করতে বলা হয়। শিক্ষিকা তাঁর মোবাইল থেকে ডেবিট কার্ডের মাধ্যমে দশ টাকা পেমেন্ট করার পরপরই শিক্ষিকার অ্যাকাউন্ট থেকে তিন ধাপে ৯৫,৫১০ টাকা উধাও হয়ে যায়।

আরও পড়ুন : রশির টানেই বিসর্জন ৪২ ফুট কালীপ্রতিমার, অবাক নিরঞ্জন দেখতে ভক্তের ঢল

advertisement

তিনি যখন দেখেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হয়ে যাচ্ছে, তার পর শিক্ষিকা তাঁর ফোন ডিসকানেক্ট করে দেয়। ডিসকানেক্ট করার পর অ্যাকাউন্ট থেকে আর কোনওরকম ট্রানজ্যাকশন করতে পারেননি। বিকেলবেলায় তিনি বাড়ি ফিরে ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারণার সম্পূর্ণ তথ্য জানিয়ে। এই বিষয়ে অভিযোগ হওয়ার পর ফরাক্কা থানা নড়েচড়ে বসে।

advertisement

আরও পড়ুন :  জীবিত দিদিকে 'মৃত' দেখিয়ে সম্পত্তি হরণ ভাইয়ের

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

শিক্ষিকার আর্জি, এই ধরনের প্রতারণায় যারা জরিত, তারা যেন সামনে আসে এবং সাধারণ মানুষকে এই প্রতারণা সম্পর্কে যেন সরকারিভাবে সচেতন করা হয়। যেন আর কেউ আর এই প্রতারণার ফাঁদে পা না দেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ ‘ইলেকট্রিসিটি অফিসের’, অ্যাকাউন্ট থেকে সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত শিক্ষিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল