জানা গিয়েছে, নওদার এই বেসরকারি স্কুলের পাঠরত জেলার বিভিন্ন জায়গার পড়ুয়ারা। কিন্তু অভিযোগ, দৈনন্দিন জুনিয়র ছাত্রদের ব়্যাগিং করা ও মারধর করা হত। তাই বাধ্য হয়ে স্কুল ছেড়ে একসঙ্গে ন’জন পড়ুয়ারা বেরিয়ে চলে যান। আর এসে পৌঁছন বহরমপুরে।
আরও পড়ুন: এক ছাদের তলায় সব! ঢুঁ মারলে আর ফিরে তাকাতে হবে না! পুজোর আগে মহিলাদের দিলখুশ করার পারফেক্ট প্লেস
advertisement
মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি এলাকায় কয়েকজন ব্যক্তির নজরে এলে তাদেরকে আটকে রাখা হয়। পরে পরিবারের লোকজন আসলে তাদের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, ভয়েস পাবলিক স্কুলের উঁচু ক্লাসের ছাত্ররা তারা নিচু ক্লাসের ছাত্রদের ব়্যাগিং করে বলেই অভিযোগ। কিন্তু শিক্ষকদেরকে বারবার বলে কোনও কাজ হয়নি বলে জানান ছাত্ররা এবং পরিবারকে বলতে গেলেও তাদেরকে মারধরের ভয় দেখায় উঁচু ক্লাসের ছাত্ররা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভাকুড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, “আমরা হঠাৎই দেখতে পাই মধ্য রাতে কিছু ছাত্ররা রাতের অন্ধকারে ঘোরাফেরা করছে। সন্দেহ হতেই জিজ্ঞাসাবাদ করি। পরে জানা যায় নওদার একটি বেসরকারি স্কুলের ছাত্র সকলেই। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় বারবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি।”