TRENDING:

জুনিয়রদের উপর সিনিয়রদের...! ভয়ে রাতের অন্ধকারেই স্কুল ছেড়ে পালাল ৯ পড়ুয়া! ভয়ঙ্কর কাণ্ড মুর্শিদাবাদের স্কুলে

Last Updated:

নয় জন ছাত্র স্কুল ছেড়ে শুক্রবার রাতের অন্ধকারে পালিয়ে যায় বলে অভিযোগ। তাদেরকে পালানোর সময় বহরমপুরের ভাকুড়ি এলাকায় আটকে রাখে স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: এবার ব়্যাগিং কাণ্ড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের নওদা থানার আমতলা এলাকার ভয়েস পাবলিক স্কুলে ব়্যাগিং করার কারণে নয় জন ছাত্র স্কুল ছেড়ে শুক্রবার রাতের অন্ধকারে পালিয়ে যায় বলে অভিযোগ। তাদেরকে পালানোর সময় বহরমপুরের ভাকুড়ি এলাকায় আটকে রাখে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ।
বহরমপুর পুলিশ স্টেশন
বহরমপুর পুলিশ স্টেশন
advertisement

জানা গিয়েছে, নওদার এই বেসরকারি স্কুলের পাঠরত জেলার বিভিন্ন জায়গার পড়ুয়ারা। কিন্তু অভিযোগ, দৈনন্দিন জুনিয়র ছাত্রদের ব়্যাগিং করা ও মারধর করা হত। তাই বাধ্য হয়ে স্কুল ছেড়ে একসঙ্গে ন’জন পড়ুয়ারা বেরিয়ে চলে যান। আর এসে পৌঁছন বহরমপুরে।

আরও পড়ুন: এক ছাদের তলায় সব! ঢুঁ মারলে আর ফিরে তাকাতে হবে না! পুজোর আগে মহিলাদের দিলখুশ করার পারফেক্ট প্লেস

advertisement

View More

মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি এলাকায় কয়েকজন ব্যক্তির নজরে এলে তাদেরকে আটকে রাখা হয়। পরে পরিবারের লোকজন আসলে তাদের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, ভয়েস পাবলিক স্কুলের উঁচু ক্লাসের ছাত্ররা তারা নিচু ক্লাসের ছাত্রদের ব়্যাগিং করে বলেই অভিযোগ। কিন্তু শিক্ষকদেরকে বারবার বলে কোনও কাজ হয়নি বলে জানান ছাত্ররা এবং পরিবারকে বলতে গেলেও তাদেরকে মারধরের ভয় দেখায় উঁচু ক্লাসের ছাত্ররা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ভাকুড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, “আমরা হঠাৎই দেখতে পাই মধ্য রাতে কিছু ছাত্ররা রাতের অন্ধকারে ঘোরাফেরা করছে। সন্দেহ হতেই জিজ্ঞাসাবাদ করি। পরে জানা যায় নওদার একটি বেসরকারি স্কুলের ছাত্র সকলেই। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় বারবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জুনিয়রদের উপর সিনিয়রদের...! ভয়ে রাতের অন্ধকারেই স্কুল ছেড়ে পালাল ৯ পড়ুয়া! ভয়ঙ্কর কাণ্ড মুর্শিদাবাদের স্কুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল