TRENDING:

গাড়িতে পুলিশের ভুয়ো স্টিকার লাগিয়ে মারাত্মক কাণ্ড! পুজোর আগেই বিরাট চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১০

Last Updated:

Murshidabad Robbery: গাড়িতে পুলিশের ভুয়ো স্টিকার লাগিয়ে ডাকাতি। আগ্নেয়াস্ত্র সহ মোট ১০ জন গ্রেফতার। আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস করেছে বড়ঞা থানার পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ পুলিশের ভুয়ো স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে ডাকাতি। আগ্নেয়াস্ত্র সহ মোট ১০ জন গ্রেফতার। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, একটি ১৮ চাকার কনটেনার ও দু’টি গাড়ি। বড়ঞা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস করেছে বড়ঞা থানার পুলিশ।
পুলিশের ভুয়ো স্টিকার লাগানো গাড়ি
পুলিশের ভুয়ো স্টিকার লাগানো গাড়ি
advertisement

রবিবার সকালে কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আম্বেরদর সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, গত ২০ অগাস্ট রাত সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থেকে বড়ঞার দিকে একটি পাথর বোঝাই কনটেনার আসছিল। সেই গাড়িতে পাথর বোঝাই করে হুগলি নিয়ে যাওয়া হচ্ছিল। তার পিছনেই ‘পুলিশ’ লেখা একটি নির্দিষ্ট গাড়ি যাচ্ছিল, যা সম্পূর্ণ ভুয়ো। ওই গাড়ি নিয়ে কনটেনারের পিছু নেওয়া হয়েছিল।

advertisement

আরও পড়ুনঃ মহালয়ার ভোরে অজানা জন্তুর হামলা! ৪ গ্রামবাসী আহত, রেহাই পেল না গবাদি পশুও! পুজোর মুখে জলপাইগুড়িতে আতঙ্ক

পরে বড়ঞা থানার কুন্ডল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাথর বোঝাই কনটেনার ডাকাতি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। গাড়ির চালক ও খালাসিকে বেঁধে রাখা হয়। তাঁরা কোনও রকমে ছাড়া পেয়ে গাড়ির মালিককে বিষয়টি জানান। গত ২১ অগাস্ট রামপুরহাটের বাসিন্দা আমিরুল ইসলাম বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

advertisement

লিখিত অভিযোগের ভিত্তিতে বড়ঞা থানার পুলিশ তদন্ত শুরু করে। টেকনিক্যাল বিভাগ ও সিসিটিভি ফুটেজ দেখে ৩১ অগাস্ট ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে ১২ সেপ্টম্বর আরও ৬ জন গ্রেফতার হন। সবশেষে দলের পান্ডা মাহিদুল আলম ওরফে কাজলকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হয় ১৮ চাকার ওই কনটেনার গাড়ি। জানা যাচ্ছে, কনটেনারের নম্বর প্লেট ও রঙ পাল্টে দেওয়া হয়েছিল। এই ঘটনায় এখনও অবধি মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অপরাধের সঙ্গে যুক্ত থাকার জেরে তিনটি গাড়ি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গাড়িতে পুলিশের ভুয়ো স্টিকার লাগিয়ে মারাত্মক কাণ্ড! পুজোর আগেই বিরাট চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল