মহালয়ার ভোরে অজানা জন্তুর হামলা! ৪ গ্রামবাসী আহত, রেহাই পেল না গবাদি পশুও! পুজোর মুখে জলপাইগুড়িতে আতঙ্ক
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Unknown Animal Attack: মহালয়ার ভোররাতে অজানা জন্তুর হামলা। এই ঘটনায় চারজন গ্রামবাসী ও বেশ কয়েকটি গবাদি পশু আহত হয়েছে। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শোভাবাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে
শান্তনু কর, জলপাইগুড়িঃ মহালয়ার ভোররাতে শোরগোল! এলাকায় হামলা চালাল অজানা জন্তু। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শোভাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। এর জেরে চারজন গ্রামবাসী আহত হয়েছেন। বেশ কয়েকটি গবাদি পশুও জখম হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, মহালয়ার ভোররাতে অতর্কিতে হামলা চালানো প্রাণীটি চিতাবাঘ হলেও হতে পারে। এই ঘটনায় শোভাবাড়ি ও সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জখম গ্রামবাসীদের মধ্যে একজন বৃদ্ধার আঘাত গুরুতর বলে খবর।
আরও পড়ুনঃ স্কুলছুটদের স্কুলে ফেরাতে অভিনব পদক্ষেপ! দেগঙ্গায় পঞ্চায়েত প্রধান যা করছেন…! প্রশংসায় পঞ্চমুখ সকলে
পুজোর মুখে অজানা জন্তুর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বন দফতর ও প্রশাসনের দারস্থ হয়েছেন বাসিন্দারা। প্রাণীটির খোঁজে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি ওই প্রাণীটিকে ধরতে খাঁচা পাতা হবে বলে বন দফতর জানিয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মহালয়ার ভোরে একদিকে যখন রাজ্যের নানা প্রান্তের মানুষ দেবীপক্ষের সূচনায় মেতে উঠেছে, জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শোভাবাড়ি এলাকায় হামলা চালাল অজানা জন্তু। এই ঘটনায় চারজন গ্রামবাসী ও বেশ কয়েকটি গবাদি পশু আহত হয়েছে। একজন বৃদ্ধার আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। পুজোর মুখে এহেন ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 11:07 AM IST