শুধু সাধারণ মানুষ বা নিত্যযাত্রীরা নয় নৌকার উপর দিয়ে ঝুঁকির পারাপার করছে বাজারশো শক্তিপুরের দিক থেকে ভরতপুরের দিকে আসা পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। এলাকাবাসী জানিয়েছেন, এপারের লোহাদহ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত বাজারশো স্টেশনে ট্রেন ধরতে যাওয়া কিংবা নিত্য প্রয়োজনে বাজারহাট করতে ওপার যেতে গেলেও তাদেরকে প্রায়ই ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করতে হচ্ছে। নৌকার জন্য দুই পাড়ের যোগাযোগের জন্য যদি একটি সংযোগকারী ব্রিজ নির্মাণ করত প্রশাসন তাহলে তারা উপকৃত হতেন।
advertisement
তাদের কথায়, ভোট আসে ভোট যায় রাজনৈতিক নেতা-নেত্রীরা এই ব্রিজ তৈরির বারংবার প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট পার হলে সেসব প্রতিশ্রুতি অথৈ জলে চলে যায়। সব মিলিয়ে বাবলা নদীর উপর ব্রিজ না থাকার কারণে কার্যত ঝুঁকির পারাপার করতে হচ্ছে নিত্যদিন থেকে শুরু করে এলাকাবাসীদের। অনেক গ্রামবাসীর দাবি, এই ব্রিজ তৈরি হলে শুধুমাত্র ওই এলাকার মুষ্টিমেয় কিছু গ্রামের সাধারণ মানুষরা উপকৃত হবেন তা নয়। কান্দি মহকুমার সঙ্গে নদিয়া জেলার দূরত্ব অনেকটাই কমবে। দ্রুত ওই এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার দাবি জানাচ্ছেন এলাকার আট থেকে আশি সকলেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির জানান, একাধিকবার জানানো হয়েছে রাজ্যেকে। তবে এখনও ব্রিজ করতে না পারার জন্য আক্ষেপ করেন তিনি। এই ব্রিজ কি আদৌ বাস্তবে কোনদিন নির্মাণ হবে লোহাদহ ঘাট এলাকায় সেটা এখন বড় জিজ্ঞাসা চিহ্ন গ্রামবাসীদের কাছে।





