যেখানে কাঁটাতার রয়েছে সেখানে আবার ওপারে বাংলাদেশের জমি, এপারে ভারতের জমি। আর এক বাংলাদেশী নাগরিক জিরো পয়েন্ট দিয়ে ঢুকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গেলে বাঁধা দেওয়া হয়। অনুপ্রবেশ রুখতে গিয়ে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যায় বাংলাদেশে। যদিও বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ছেড়ে দেওয়া হয় শ্রী গনেশ নামের ওই জওয়ানকে। আর তারপরে কেটে গিয়েছে দু’দিন। আর দু’দিন পরেও আতঙ্কিত এখন সীমান্তের বাসিন্দারা। মুর্শিদাবাদ জেলার সীমান্তেবর্তী গ্রাম কাঁঠালিয়া গ্রাম। অনুপ্রবেশকারী রুখতে গিয়ে বাঁধা দেওয়া হয়। আর তারপরেই আতঙ্কিত সবাই।
advertisement
আরও পড়ুন: চাকরি নিয়ে চিন্তার দিন শেষ! এবার এক মহকুমাতেই ৩৩৬ জনকে চাকরি দেবে সরকার, সম্মতি মমতার মন্ত্রীসভার
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এভাবে যদি বাংলাদেশে আমাদের সীমান্তরক্ষী বাহিনী ও আমাদের দেশের নাগরিকদের তুলে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের কিছু কি নিরাপত্তা আছে। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও বাংলাদেশের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সীমান্তে ঢুকে এইভাবে অনুপ্রবেশকারীরা বারবার চলে আসছে। মুর্শিদাবাদে এই ঘটনা আগেও হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সীমান্ত দিয়ে বারবার বাংলাদেশী ঢুকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় অশান্তি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । যদিও এই ঘটনার এখনও আতঙ্কের পরিবেশ গোটা গ্রাম জুড়ে। গ্রামের বাসিন্দারা চাইছেন পাকিস্তানের মত বাংলাদেশের দিকেও ব্যবস্থা গ্রহণ করা হোক।
কৌশিক অধিকারী