মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নেতৃত্বেই মুর্শিদাবাদের বিভিন্ন থানার পাশাপাশি জলঙ্গি থানার পুলিশ রায়পাড়া কলাবাগান থেকে এক বালতি ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করল। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করার পরেই পুলিশ তদন্তে নামে। এরপর রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে বালতি ভর্তি সকেট বোমা উদ্ধার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ কান্দির শতাব্দী প্রাচীন রাস উৎসবের সূচনা! রাধাবল্লভ মন্দিরে ভক্তদের ঢল, বাড়ি বসেই দর্শন করুন
জেলা পুলিশ সুপারের উদ্যোগের পরেই মুর্শিদাবাদে এত পরিমাণ বোমা উদ্ধার হওয়া শুরু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। কে বা কারা কী কারণে এত সকেট বোমা মজুদ করে রেখেছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।
বিগত কয়েকদিনে মুর্শিদাবাদের নানা প্রান্ত থেকে সকেট বোমা উদ্ধার হয়েছে। ডোমকল, সাগরপাড়ার পর এবার জলঙ্গি থানার রায়পাড়া কলাবাগান থেকে এক বালতি ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
