গোটা মণ্ডপে তুলির টানে লেখায়, ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে মেয়েদের গল্প। প্যান্ডেলের গায়ে অতীত থেকে বর্তমান সময় অবধি মেয়েদের লড়াই ,উত্থানের কাহিনী বলা হয়েছে। সেই সঙ্গেই রয়েছে সামাজিক সচেতনতার বার্তা। এই পুজো ও থিম প্রসঙ্গে ক্লাবের সভাপতি দীপক কুমার ঘোষ জানান, “এবারের প্যান্ডেলে আমাদের বাজেট ৩ লক্ষ ৫০ হাজার এবং লাইটিংয়ের জন্য ৮০ হাজার। সাধারণ মানুষকে একটি সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্যই আমরা ক্লাবের সকল সদস্য মিলে এই থিম তুলে ধরেছি।”
advertisement
ক্লাবের তরফে জানানো হয়েছে, স্থানীয় এক শিল্পী তথা এই ক্লাবেরই এক সদস্য এই মণ্ডপ সাজিয়ে তুলেছেন। কাঠ, শাড়ি, রঙ, ছবি ইত্যাদি দিয়ে ইন্দিরা স্মৃতি সংঘের এবারের প্যান্ডেল তৈরি করা হয়েছে। দাঁইহাট শহরের এই মণ্ডপ দেখতে ছুটে আসছেন বহু দর্শনার্থী। এই ক্লাবের থিম থেকে বড়দের পাশাপাশি ছোটরাও সামাজিক সচেতনতার বার্তা পাবে বলে মনে করছেন দর্শনার্থীদের একাংশ।
দাঁইহাটের রাস উৎসব দেখতে আসা কিছু দর্শনার্থীদের কথায়, “শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন থিমের মধ্যে এটি বেশ অন্যরকম। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই থিমের মধ্যে নারী শক্তির কথা তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর হয়েছে। আশা করছি এই থিম দেখলে ছোট থেকে বড় সকলেই অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দাঁইহাটের এই উৎসব বহু পুরনো। অতীতের পট পূর্ণিমা সময়ের সঙ্গে বিবর্তিত হয়ে আজকের রাস পূর্ণিমা ও শোভাযাত্রার রূপ নিয়েছে। নজরকাড়া আলোকসজ্জা, বিষয় ভাবনা, মণ্ডপসজ্জা দেখতে দাঁইহাটের রাস্তায় সাধারণ মানুষের ঢল নেমেছে। আলোর মালায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র শহর। ভিড় সামাল দিতে ও যান চলাচল নিয়ন্ত্রণ করতে রয়েছে কড়া পুলিশি পাহারা রয়েছে। সব মিলিয়ে উৎসবের মেজাজে দাঁইহাট ও সংলগ্ন এলাকার মানুষ।





