মুর্শিদাবাদের হরিহরপাড়াতেই অবস্থিত চন্দ্রদ্বীপ। মানুষের কাজের জন্য তৈরি হয় এটি। পাশাপাশি হরিহরপাড়া থানার কার্যক্রম, এলাকা ভিত্তিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তাঁকে বিশদে অবহিত করা হয়।
আরও পড়ুন: দুই সিভিক ভলেন্টিয়ারের সাহস, উপস্থিত বুদ্ধি! দুয়ের জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পুরো গ্রাম
হরিহরপাড়া থানার পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার কুমার সানী রাজ জানান, “এই থানায় প্রথমবার আসলাম। খুবই পরিচ্ছন্ন, সুসজ্জিত এবং গোছানো একটি থানা। এখানকার পরিবেশ শান্তিপূর্ণ, কোন রাজনৈতিক অস্থিরতা নেই। পুলিশ প্রশাসন দক্ষভাবে কাজ করছে, আমি গর্বিত এমন একটি টিম নিয়ে।” তিনি আরও জানান, “আমি নতুন হলেও আমার টিম সর্বদা সতর্ক এবং তৎপর। সাধারণ মানুষ যেন পুলিশের ওপর আস্থা রাখেন, কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং আমাদের সাহায্য করুন – আমরাই ব্যবস্থা নেব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন পুলিশ সুপারের এই সফরে থানার আধিকারিক, কর্মী ও স্থানীয় প্রশাসনের মধ্যে এক ইতিবাচক বার্তা পৌঁছেছে। জনগণের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় পুলিশ প্রশাসনের ভূমিকা আরও দৃঢ় হয়েছে বলে মত এলাকাবাসীর।
কৌশিক অধিকারী





