এসডিপিও বিমান হালদার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বাড়ি মধ্যেই চলছিল হেরোইনের রমরমা ব্যবসা। পুলিশের অভিযানে ধরা পড়েছে এক মহিলা হেরোইন ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার মানিকচক পঞ্চায়েতের বিএম পাড়ায়।
আরও পড়ুন: আসানসোলের অভিজাত হোটেলে হানা প্রশাসনের! কী হয়েছে ওই হোটেলে? বিজেপির দাবি, শুভেন্দু অধিকারী ছিলেন
ধৃত মহিলার নাম উর্মিলা মণ্ডল। তার বাড়ির বিছানার তলায় বালিশের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ২৯২ গ্রাম হেরোইন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। এরপর উর্মিলা মণ্ডল নামে এক মহিলা হেরোইন বিক্রেতাকে হেরোইন সহ গ্রেফতার করে। উর্মিলা মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৯২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ধৃত ওই মহিলা হেরোইন ব্যবসায়ীকে বৃহস্পতিবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হবে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত উর্মিলা মণ্ডল দীর্ঘদিন ধরে বাড়িতে হেরোইনের ব্যবসা করত।
advertisement
অন্যদিকে, বাংলাদেশে হেরোইন পাচার করতে যাওয়ার সময় পুলিশের অভিযানে ধরা পড়ে গেল এক হেরোইন পাচারকারী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে লালগোলার কৃষ্ণপুর রেলগেট সংলগ্ন এলাকায়। ধৃতের নাম রাকিব সেখ। তার বাড়ি লালগোলার নলডহরি এলাকায়। লালগোলা থানার পুলিশ লালগোলার কৃষ্ণপুর রেলগেট সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। সেই সময় রাকিব সেখ নামে ওই হেরোইন পাচারকারী হেরোইন পাচারের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে নলডহরি থেকে হেরোইন নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী আটরশিয়া যাচ্ছিল।
পুলিশের গাড়ি দেখেই রাকিব সেখ নামে ওই হেরোইন পাচারকারী সাইকেল ফেলে দৌড়ে পালাতে যান। পুলিশ এই ঘটনা দেখা মাত্রই তড়িঘড়ি রাকিব সেখের পিছনে ধাওয়া করে তাকে ধরে ফেলে। এরপর রাকিব সেখের কাছ থেকে উদ্ধার হয় ২৯৪ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। রাকিব সেখের কাছ থেকে একটি মোবাইল ও সাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত ওই হেরোইন পাচারকারীকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনিডিপিএস আদালতে পাঠানো হবে। এই হেরোইন কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত, সে বিষয়ে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
—কৌশিক অধিকারী