স্থানীয়দের অভিযোগ, বছরখানেক আগে পিডব্লিউডি (PWD)-র পক্ষ থেকে পাঁচগ্রাম উত্তর মোড় থেকে দক্ষিণ মোড় পর্যন্ত যে পিচ রাস্তা তৈরি করা হয়েছে, তার ঠিক পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে প্রবল এই গ্রামে। রাস্তা নির্মাণের সময় কোনও পরিকল্পিত জলনিকাশি ব্যবস্থা রাখা হয়নি। ফলে এলাকার সমস্ত ড্রেনপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে বৃষ্টির জল বের হওয়ার পথ না পেয়ে জল জমে যাচ্ছে বাড়ি ঘরে, এমনকি স্কুলেও। বিশেষ করে বাগানপাড়া এলাকায় একাধিক পরিবার জলবন্দি হয়ে পড়েছেন।
advertisement
মুর্শিদাবাদের ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত। এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে কার্যকর জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলা হোক, না হলে প্রতিটি বর্ষাতেই এমন দুর্ভোগ লেগেই থাকবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও স্কুলের ছাত্ররা জানিয়েছেন, জমা জল পেড়িয়ে স্কুলে আসতে হয়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, “আমরা বারবার পঞ্চায়েত ও শিক্ষা দফতরে জানিয়েছি। কিন্তু কোনও স্থায়ী সমাধান হয়নি। অবিলম্বে স্থায়ী সমাধান হলেই আমরা নিশ্চিন্তে থাকতে পারব।”
তন্ময় মন্ডল





