TRENDING:

এক দিনের বৃষ্টিতেই স্কুলে হাঁটু জল...! ভয়াবহ পরিস্থিতি, আসল কারণ কি জানেন?

Last Updated:

এক দিনের টানা বৃষ্টিতেই হাঁটু জল জমে গেল স্কুল প্রাঙ্গণে। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৮ নম্বর ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: এক দিনের টানা বৃষ্টিতেই হাঁটু জল জমে গেল স্কুল প্রাঙ্গণে। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৮ নম্বর ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। স্কুল চত্বর থেকে শুরু করে আশেপাশের একাধিক বাড়ি—সবই এখন জলের তলায়। ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
advertisement

স্থানীয়দের অভিযোগ, বছরখানেক আগে পিডব্লিউডি (PWD)-র পক্ষ থেকে পাঁচগ্রাম উত্তর মোড় থেকে দক্ষিণ মোড় পর্যন্ত যে পিচ রাস্তা তৈরি করা হয়েছে, তার ঠিক পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে প্রবল এই গ্রামে। রাস্তা নির্মাণের সময় কোনও পরিকল্পিত জলনিকাশি ব্যবস্থা রাখা হয়নি। ফলে এলাকার সমস্ত ড্রেনপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে বৃষ্টির জল বের হওয়ার পথ না পেয়ে জল জমে যাচ্ছে বাড়ি ঘরে, এমনকি স্কুলেও। বিশেষ করে বাগানপাড়া এলাকায় একাধিক পরিবার জলবন্দি হয়ে পড়েছেন।

advertisement

আরও পড়ুন: জুন মাসে একই রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯…! এবার সেই জাতীয় সড়ক নিয়ে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ, নিল বড় পদক্ষেপ

মুর্শিদাবাদের ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত। এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে কার্যকর জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলা হোক, না হলে প্রতিটি বর্ষাতেই এমন দুর্ভোগ লেগেই থাকবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যদিও স্কুলের ছাত্ররা জানিয়েছেন, জমা জল পেড়িয়ে স্কুলে আসতে হয়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, “আমরা বারবার পঞ্চায়েত ও শিক্ষা দফতরে জানিয়েছি। কিন্তু কোনও স্থায়ী সমাধান হয়নি। অবিলম্বে স্থায়ী সমাধান হলেই আমরা নিশ্চিন্তে থাকতে পারব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
আরও দেখুন

তন্ময় মন্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক দিনের বৃষ্টিতেই স্কুলে হাঁটু জল...! ভয়াবহ পরিস্থিতি, আসল কারণ কি জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল