শুধু শিক্ষার্থীরাই নয়, বিগত চারদিন ধরে হুমাইপুর, তাজপুর, লালনগর, প্রদীপডাঙ্গা, মহিসমারা-সহ আশপাশের বহু গ্রামের মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। নদীপথে বহরমপুর খুব কাছে হলেও ফেরিঘাট বন্ধ থাকায় এখন তাঁদের প্রায় ২০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় যেমন বাড়ছে, তেমনই বাড়ছে যাতায়াতের খরচও।
advertisement
স্থানীয়রা জানান, প্রতিবছরই এই সমস্যা দেখা দেয় এবং প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। এবার কচুরিপানার কারণে মাঝিরাও ঘাটে আসা বন্ধ করে দিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরদোশা খাতুন বিবি বলেন, “মাঝিদের বিকল্প ব্যবস্থা নিতে বলেছি এবং বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি।” লালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “কচুরিপানার জন্য ফেরিঘাট বন্ধ, ফলে পরীক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না। দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা মাঝপথে বন্ধ করতে হয়েছে। আজকেই বিডিওকে লিখিত অভিযোগ জানাচ্ছি।”