TRENDING:

শিক্ষার পথে বাধা কচুরিপানা! অনির্দিষ্টকালের জন্যে বন্ধ 'এই' স্কুলের পরীক্ষা, বিডিওর দারস্থ প্রধান শিক্ষক

Last Updated:

পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল স্কুল কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিহরপাড়া, কৌশিক অধিকারীঃ লাগাতার বর্ষণের জেরে এবার পরীক্ষা বন্ধ মুর্শিদাবাদের একটি স্কুলে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল স্কুল কর্তৃপক্ষ। হুমাইপুর অঞ্চলের লালনগর ফেরিঘাটে নদীজুড়ে কচুরিপানা ঢেকে গিয়েছে। নৌকা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। ফলে সাহাপুর, লপাড়া, শিমুলিয়া প্রভৃতি এলাকার ছাত্র-ছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারছেন না।
লালনগর ফেরিঘাটে নদীজুড়ে কচুরিপানা ফলে বন্ধ নৌকা চলাচল
লালনগর ফেরিঘাটে নদীজুড়ে কচুরিপানা ফলে বন্ধ নৌকা চলাচল
advertisement

শুধু শিক্ষার্থীরাই নয়, বিগত চারদিন ধরে হুমাইপুর, তাজপুর, লালনগর, প্রদীপডাঙ্গা, মহিসমারা-সহ আশপাশের বহু গ্রামের মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। নদীপথে বহরমপুর খুব কাছে হলেও ফেরিঘাট বন্ধ থাকায় এখন তাঁদের প্রায় ২০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় যেমন বাড়ছে, তেমনই বাড়ছে যাতায়াতের খরচও।

আরও পড়ুনঃ হাঁড়ি, কড়া, গবাদি পশু নিয়ে বাড়ি ছাড়ছেন গ্রামবাসীরা, নবগ্রামে ভোগান্তির শেষ নেই, তড়িঘড়ি ছুটে এলেন বিধায়ক

advertisement

স্থানীয়রা জানান, প্রতিবছরই এই সমস্যা দেখা দেয় এবং প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। এবার কচুরিপানার কারণে মাঝিরাও ঘাটে আসা বন্ধ করে দিয়েছেন।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

লালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরদোশা খাতুন বিবি বলেন, “মাঝিদের বিকল্প ব্যবস্থা নিতে বলেছি এবং বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি।” লালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “কচুরিপানার জন্য ফেরিঘাট বন্ধ, ফলে পরীক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না। দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা মাঝপথে বন্ধ করতে হয়েছে। আজকেই বিডিওকে লিখিত অভিযোগ জানাচ্ছি।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিক্ষার পথে বাধা কচুরিপানা! অনির্দিষ্টকালের জন্যে বন্ধ 'এই' স্কুলের পরীক্ষা, বিডিওর দারস্থ প্রধান শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল