মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা না অন্য কোনও ঘটনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকায় এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ও কৌতুহল দুটোই ছড়িয়েছে।
advertisement
মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “শীতের সকালে হাল্কা কুয়াশা থাকার কারণে প্রথমে বোঝা যায়নি। পরে দেখা যায় দুই থানার সীমান্তবর্তী এলাকায় দেহ ভাঁসছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই পুলিশকে খবর দিই। পুলিশ তড়িঘড়ি এসে তদন্ত শুরু করে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আমরা চাইব, এটা খুন না অন্যকিছু তার প্রকৃত তদন্ত করে দেখুক পুলিশ।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও জেলা পুলিশ জানিয়েছে, সমস্ত ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় যদি সিসিটিভি থেকে থাকে তাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের পর বোঝা যাবে কীভাবে এই মৃত্যু।






