মালদহ থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ট্রেনে ফরাক্কা বাড়ি ফিরছিল সে। খালতিপুর স্টেশন ঢোকার মুখে হঠাৎই ট্রেন থেকে পড়ে যায়। গেটের পাশে দাঁড়িয়ে ছিল বলে জানা যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে করে পরিবারের লোকজন।
আরও পড়ুন: পরিশ্রম ও উদ্যোগে সাফল্য! শর্মিলা মণ্ডলের খাবারের স্টল আজ নারীদের অনুপ্রেরণা
advertisement
পরিবার সূত্রে জানা যায়, মৃতের নাম কুলদীপ মণ্ডল (২৩), বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা রামনগর। ফরাক্কা ব্লকে বেওয়া দুই পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা মালদহের কার্নিভালে গিয়েছিলেন কুলদীপ। সূত্রের খবর, মালদহ থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফরাক্কায় বাড়ি ফিরছিলেন কুলদীপ। গেটের পাশে দাঁড়িয়ে ফোন করেছিলেন বলে জানা যায়। ট্রেন খালতিপুর স্টেশন ঢুকার মুখেই ঝাঁকুনির সময় হঠাৎই ট্রেন থেকে পড়ে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যায় হাসপাতালে। ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। রেল পুলিশ সুত্রে জানা যায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।






