অন্তত এই ‘খাদ্যমেলা’র টানেও খুদে পড়ুয়ারা স্কুলে আরও বেশি করে আসার কথা ভাববে। আর সেই ভাবনা থেকেই বিদ্যালয়ে অভিনব উদ্যোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রত্যন্ত গ্রাম প্রতাপপুরে এক অভিনব উদ্যোগে জমে উঠল খাদ্য মেলা। এই প্রথম প্রতাপপুর জুনিয়র গার্লস হাই স্কুলে পড়ুয়াদের তৈরি ঘরোয়া ও ফাস্টফুড পদকে কেন্দ্র করে আয়োজন করা হয় এই ফুড ফেস্টিভ্যাল।
advertisement
স্কুলের কচিকাঁচা পড়ুয়াদের হাতের ছোঁয়ায় সাজানো স্টলগুলিতে ছিল ব্রেড টোস্ট, ঘুগনি, ফুচকা, ঝালমুড়ি, চাউমিন, চটপটি-সহ মোট সাত রকমের সুস্বাদু খাবারের পসরা। শুধুমাত্র স্বাদই নয়, নিজেদের হাতে রান্না করা খাবার পরিবেশনের মধ্য দিয়ে আত্মনির্ভরতা ও সৃজনশীলতার দৃষ্টান্তও তুলে ধরেছে পড়ুয়ারা। খাদ্য মেলা ঘিরে স্কুল চত্বরে উৎসবের আমেজ তৈরি হয়। শিক্ষিকা-শিক্ষক থেকে শুরু করে খুদে পড়ুয়াদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও ভিড়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগ পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত শিক্ষিকাদের। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, পড়ুয়ারা খাবার তৈরি করে এনেছে। বিক্রিও ভাল হচ্ছে। নিজেদের তৈরি খাবার নিজেরাই বিক্রি করে হিসাব শিখছে। তাতে গণিত শিক্ষার প্রয়োজনীয়তা বুঝতে পারছে পড়ুয়ারা। স্বাস্থ্যবিধি মেনে রান্নার পাশাপাশি বর্জ্য ফেলার জন্য কেন ও কীভাবে ডাস্টবিন ব্যবহার করতে হবে, তাও শিখছে। ফলে এই দিনটি পড়ুয়াদের কাছে বিশেষ হয়ে থাকল।





