রঘুনাথগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি নুর হোসেন জানান, গত দুই বছর ধরে বৃহস্পতিবার বাজার বন্ধ থাকলেই ফুটপাথ ব্যবসায়ীরা দোকানের সামনে বসে পড়েন। এতে যানজট হয়, সাধারণ মানুষও ভোগান্তির মুখে পড়েন। পূর্বেও বিষয়টি পুলিশকে জানানো হলেও এবার লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। সে কারণেই পুলিশ এসে ব্যবস্থা নিয়েছে, সঙ্গে বাজার কমিটি রয়েছেন পুলিশ ও বাজার কমিটির উদ্যোগে এই অভিযান। অভিযোগ করেন তারা অবৈধ ভাবে ব্যবসা করছে তারা। এছাড়া বাজারের নিজস্ব দোকান আছে, তারা অনেকে দোকানের সামনে লাঠি দিয়ে বাড়িয়ে দোকান মালপত্র রাখছেন তাতে রাস্তা ছোট হয়ে যাচ্ছে। সকলকে বলব রাস্তা কেউ দখল করে ব্যবসা করবেন না।
advertisement
আরও পড়ুন: ভেঙে গেল গত বছরের রেকর্ড, লক্ষ লক্ষ টাকার বই বিক্রি জলপাইগুড়ির বইমেলায়! অঙ্কটা চমকপ্রদ
অন্যদিকে ফুটপাথ ব্যবসায়ী ইসমাইল খান জানান, “আজও আমরা বসেছিলাম। কিন্তু আজ পুলিশ এসে জানায়, এখানে বসা যাবে না। শীতের সময় জীবন-জীবিকার তাগিদে তারা শীতবস্ত্র বিক্রি করেন। দোকানদারদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইসমাইলের দাবি, “আমরা ৩০০ টাকায় যে পোশাক দিই, দোকানদারেরা সেই একই জিনিস ৫০০ টাকায় বিক্রি করেন। তাই আমাদের উপস্থিতিতে তাদের বিক্রি কমে যায় বলেই অভিযোগ করা হয়েছে।” ফুটপাথ ছাড়তে বাধ্য হওয়া এসব ব্যবসায়ীরা এখন চিন্তায় এবার কোথায় তারা শীতবস্ত্র বিক্রি করবেন, তা স্পষ্ট নয়।





