এই কন্ট্রোল রুম থেকেই চলবে সিসি ক্যামেরার নজরদারি। জঙ্গিপুরের এক প্রান্তে ফারাক্কা থেকে অপর প্রান্তে সাগরদিঘী পর্যন্ত পাঁচটি থানা এলাকায়। জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ব্যাটারিচালিত দশটি স্কুটি দেওয়া হয়েছে নজরদারির জন্য যার ফলে জ্বালানি খরচ কমবে। দূষণও কমানো যাবে। অন্যদিকে যে স্যালুট মঞ্চটি করা হয়েছে, সেটি পুলিশ জেলার যে কোন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ স্থান পাবে।
advertisement
আরও পড়ুন: তিস্তার বন্যায় পাহাড়পুর যেন ‘অজগর জোন’, একমাসে উদ্ধার চার! সাপের ভয়ে ঘর ছাড়তে চায় পরিবার
পাশাপাশি পুরো জঙ্গিপুর জেলার তদারকি করার উদ্দেশ্যেই জেলা কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য প্রত্যেকটি থানা থেকে সেই এলাকার সিসি ক্যামেরা নজরদারি এবার জঙ্গিপুর পুলিশ সুপার অফিসের কন্ট্রোলরুম থেকে করা সম্ভব হবে। পাশাপাশি প্রত্যেকটি থানার পেট্রোলিন ভ্যানের গতিবিধি লক্ষ্য করা যাবে। এছাড়াও যে কোন স্পর্শকাতর এলাকায় সঠিক সময়ে পাঠিয়ে দেওয়ার একটি সিস্টেমও বসানো হয়েছে এই কন্ট্রোল রুমে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যার মাধ্যমে খুব সহজে কোনও এলাকায় সমস্যা সিসি ক্যামেরায় ধরা পড়লে, সঙ্গেসঙ্গে থানার মোবাইল ভ্যানগুলিকে সেই এলাকায় পাঠানোর ব্যবস্থা করা যাবে এই জেলা কন্ট্রোল রুম থেকে। এই উন্নত সিস্টেমে আরও তাড়াতাড়ি যে কোন রকম পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে জঙ্গিপুর পুলিশ জেলা। এই সিস্টেমের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আরও ভালভাবে পরিষেবা দিতে পারবে জঙ্গিপুর পুলিশ জেলার প্রত্যেকটি থানা। আগামীদিনে আরও উন্নত করা হবে এই পরিষেবাকে।





