জানা গিয়েছে, ২o১৩ সালে বাবুরামের ভাইয়ের মৃত্যু হয়। অভিযোগ, ভাইয়ের বদলে দাদা বাবুরামকে মৃত বলে দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। মৃত ভাইয়ের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে বলে তাঁর দাবি। মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-১ পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাবুরামের অভিযোগ, ‘আমি দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করি। কখন আমার নাম বাদ পড়েছে জানতে পারিনি। এর পরে ভোটার তালিকায় নাম তোলার জন্য বার বার করে ঘুরেও নাম ওঠেনি।’ ফলে ২০২৪ সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণে তিনি এনিউমারেশন ফর্মও পাননি।
advertisement
তিনি এও জানান, ২০১৪ সালে শেষ বারের মতো ভোট দিয়েছেন। এর পরে আর ভোট দেননি। এখন ভোটার তালিকায় নাম তোলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বাবুরাম কর্মকার। মুর্শিদাবাদ জেলা প্রশাসন জানিয়েছে, ” বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কী কারণে নাম বাদ গিয়েছে, তাও খতিয়ে দেখা হবে। অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে বলেও জানা গিয়েছে।”