অভিযোগ, প্রহৃত যুবক ওই তরুণীর প্রেমিক। প্রেমিকার জন্মদিন পালন করতে গিয়ে তাঁর বাবার হাতে বেধড়কর মার খেয়েছেন তিনি। এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রানিতলার বাসিন্দা দু’জনেই। দীর্ঘদিন ধরেই প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে। কিন্তু মেয়ের সঙ্গে ওই যুবকের মেলামেশা ভাল ভাবে নেননি বাবা। বেশ কয়েক বার যুবককে তিনি ‘সাবধান’ করেছিলেন। আজকে ছিল যুবতীর জন্মদিন। সেই উপলক্ষে অনেকেই এসেছিলেন বাড়িতে। সেখানে উপস্থিত হন প্রেমিক যুবকও । সঙ্গে ছিলেন তাঁর কয়েক জন বন্ধু। কেক কাটার আগে ওই যুবকদের দেখে রাগে ফেটে পড়েন বাবা।
advertisement
আরও পড়ুন: বড় চাল শমীক ভট্টাচার্যের! বঙ্গ বিজেপির ৩৬ জেলা কমিটি ঘোষণা! কারা জায়গা পেল জানেন, শুনে চমকে উঠবেন
অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে এসে মেয়ের প্রেমিকের উপর চড়াও হন তিনি। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন ওই যুবক। আহত যুবকের এক বন্ধুর অভিযোগ, ‘জন্মদিনের কেকের উপর ফেলে মারধর করা হয় আমার বন্ধুকে। এতটাই রক্ত বেরোয় যে কেকটা রক্তে মাখামাখি হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় কোনও ক্রমে প্রেমিকার বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন যুবক। পরে বাড়ির লোকজন মামুনকে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। এখনও সেখানেই চিকিৎসাধীন যুবক।
পরিবারের দাবি, প্রচুর রক্তক্ষরণ হয়েছে যুবকের। শারীরিক পরিস্থিতি ভাল নয়। যুবকের এক আত্মীয়ের কথায়, প্রথমে আহত অবস্থায় নসিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা স্বাস্থ্যের অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলেন। ইতি মধ্যেই এই ঘটনায় অভিযুক্তের মেয়ের বাবা বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। তবে তিনি পলাতক। তাঁর খোঁজ করছে পুলিশ।






