TRENDING:

Murshidabad News: রক্তে ভাসল জন্মদিনের কেক! প্রেমিকার জন্মদিনে প্রেমিকের সঙ্গে যা ঘটল, শুনে শিউরে উঠবেন

Last Updated:

Murshidabad News: ধারালো অস্ত্র নিয়ে একের পর এক কোপ মারলেন ‘আমন্ত্রিত এক অতিথিকে।’ রক্তে ভাসল জন্মদিনের কেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তন্ময় মণ্ডল, মুর্শিদাবাদ: জন্মদিন অনুষ্ঠানের আসরে চলল ধারালো অস্ত্রের কোপ। অভিযোগ উঠল খোদ কন্যার বাবার বিরুদ্ধেই। আমন্ত্রিত এক অতিথির উপরেই চলল ধারালো অস্ত্রের কোপ। আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রানিতলার বাসিন্দা দুই বাসিন্দা। প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। প্রথম থেকেই মেয়ের সঙ্গে ওই যুবকের মেলামেশা ভাল ভাবে নেননি মেয়ের বাবা। মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎ রেগে অগ্নিশর্মা বাবা। ধারালো অস্ত্র নিয়ে একের পর এক কোপ মারলেন ‘আমন্ত্রিত এক অতিথিকে।’ রক্তে ভাসল জন্মদিনের কেক।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

অভিযোগ, প্রহৃত যুবক ওই তরুণীর প্রেমিক। প্রেমিকার জন্মদিন পালন করতে গিয়ে তাঁর বাবার হাতে বেধড়কর মার খেয়েছেন তিনি। এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রানিতলার বাসিন্দা দু’জনেই। দীর্ঘদিন ধরেই প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে। কিন্তু মেয়ের সঙ্গে ওই যুবকের মেলামেশা ভাল ভাবে নেননি বাবা। বেশ কয়েক বার যুবককে তিনি ‘সাবধান’ করেছিলেন। আজকে ছিল যুবতীর  জন্মদিন। সেই উপলক্ষে অনেকেই এসেছিলেন বাড়িতে। সেখানে উপস্থিত হন প্রেমিক যুবকও । সঙ্গে ছিলেন তাঁর কয়েক জন বন্ধু। কেক কাটার আগে ওই যুবকদের দেখে রাগে ফেটে পড়েন বাবা।

advertisement

আরও পড়ুন: বড় চাল শমীক ভট্টাচার্যের! বঙ্গ বিজেপির ৩৬ জেলা কমিটি ঘোষণা! কারা জায়গা পেল জানেন, শুনে চমকে উঠবেন

অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে এসে মেয়ের প্রেমিকের উপর চড়াও হন তিনি। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন ওই যুবক।  আহত যুবকের এক বন্ধুর অভিযোগ, ‘জন্মদিনের কেকের উপর ফেলে মারধর করা হয় আমার বন্ধুকে। এতটাই রক্ত বেরোয় যে কেকটা রক্তে মাখামাখি হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় কোনও ক্রমে প্রেমিকার বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন যুবক। পরে বাড়ির লোকজন মামুনকে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। এখনও সেখানেই চিকিৎসাধীন যুবক।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

পরিবারের দাবি, প্রচুর রক্তক্ষরণ হয়েছে যুবকের। শারীরিক পরিস্থিতি ভাল নয়। যুবকের এক আত্মীয়ের কথায়, প্রথমে আহত অবস্থায় নসিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা স্বাস্থ্যের অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলেন। ইতি মধ্যেই এই ঘটনায় অভিযুক্তের মেয়ের বাবা বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। তবে তিনি পলাতক। তাঁর খোঁজ করছে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: রক্তে ভাসল জন্মদিনের কেক! প্রেমিকার জন্মদিনে প্রেমিকের সঙ্গে যা ঘটল, শুনে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল