সুতি: সুতি থানার পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হল। বুধবার গভীর রাতে বিশেষ নাকা চেকিংয়ের সময় ১১৯২ পিস ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ।
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম হাকিম সেখ, বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার যদুপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচারচক্রের সক্রিয় সদস্য হাকিম সেখ সীমান্তবর্তী অঞ্চল থেকে নিষিদ্ধ কফ সিরাপ সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করত।
আরও পড়ুন: অবৈধ মদ বিক্রির রমারমা, পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে অভিযান! গ্রেফতার ১৬৮ জন
এদিন পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। কীভাবে এত বড় পরিমাণ বেআইনি মাদক এলাকায় ঢুকল, এর সঙ্গে আর কারা জড়িত এবং পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচার রুট এবং জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় তদন্তকারী অফিসার।
