TRENDING:

Murshidabad News: খেলতে যাচ্ছি বলে...টানা তিনদিন নিখোঁজ! ৬০ ঘণ্টা পর মাঠে মিলল শিশুকন‍্যার নিথর দেহ, শিউরে ওঠা ঘটনা মুর্শিদাবাদে

Last Updated:

Murshidabad News: শনিবার সন্ধ্যা থেকে ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামের আট বছরের এক শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: শনিবার সন্ধ্যা থেকে ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামের আট বছরের এক শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। পুলিশ কুকুর ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হলেও খোঁজ মিলছিল না ছোট্ট শিশুর। অবশেষে মঙ্গলবার সকাল হতেই সামনে এল হাড় হিম করা ঘটনা। সাত সকালে বাড়ির কাছেই মাঠ থেকে ৭২ ঘণ্টা পর উদ্ধার করা হল শিশুর নিথর দেহ। পরিবারের দাবি, অপহরণের পর খুন করা হয়েছে। ইতিমধ‍্যে ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।
খেলতে যাচ্ছি বলে...টানা তিনদিন নিখোঁজ! ৬০ ঘণ্টা পর মাঠে মিলল শিশুকন‍্যার নিথর দেহ, শিউরে ওঠা ঘটনা মুর্শিদাবাদে
খেলতে যাচ্ছি বলে...টানা তিনদিন নিখোঁজ! ৬০ ঘণ্টা পর মাঠে মিলল শিশুকন‍্যার নিথর দেহ, শিউরে ওঠা ঘটনা মুর্শিদাবাদে
advertisement

গত শনিবার থেকে নিখোঁজ হয় ওই শিশু। গ্রামে তন্নতন্ন করে খুঁজেও তার খোঁজ মেলেনি। এমনকি, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হলেও তার সন্ধান মেলেনি। উৎকণ্ঠায় ছিল পরিবারের লোকজন। শিশুর পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বলেই জানিয়েছে পরিবার।

আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে খুশকিতে ভরে মাথা, জানাচ্ছন পুষ্টিবিদ! রইল বাঁচার সেরা টোটকা!

advertisement

পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় খেলতে যাওয়ার কথা বলেই সে বের হয়। তার ২০ মিনিট পর থেকেই তার কোনও খোঁজ মিলছিল না। শনিবার থেকেই তদন্ত শুরু করে ভরতপুর থানার পুলিশ। নামানো হয় কুকুর থেকে ডুবুরি। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। মঙ্গলবার সকালে উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন ছোট্ট শিশুর পরিবার-সহ গ্রামের বাসিন্দারা ।

advertisement

শিশুকন্যার মা সুলতানা খাতুন বলেন, মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনদিন ধরে। আমার মেয়েকে কেউ অপহরণ করেছিল। পরে দুষ্কৃতীরা দেখেছে গ্রামে লাগাতার পুলিশের অভিযান। আর সেই কারণেই খুন করে মাঠে ফেলে চলে যায়।

আরও পড়ুন: স্বামীকে খু*ন করে নীল ড্রামে ভরে রেখেছিলেন দেহ! বন্দিদশায় কন্যা সন্তানের জন্ম দিলেন মীরাট হ*ত্যাকাণ্ডে অভিযুক্ত মুসকান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সীমান্তে কড়া নজরদারি, হাকিমপুরে রাজ্যপাল! পৌঁছেই নিরাপত্তা নিয়ে আলোচনা
আরও দেখুন

এখন পুলিশই ভরসা, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেফতার করা হোক। তবে কোনও মুক্তিপণের জন্য ফোন না এলেও কীভাবে এই খুন তার তদন্ত করেছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: খেলতে যাচ্ছি বলে...টানা তিনদিন নিখোঁজ! ৬০ ঘণ্টা পর মাঠে মিলল শিশুকন‍্যার নিথর দেহ, শিউরে ওঠা ঘটনা মুর্শিদাবাদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল