গত শনিবার থেকে নিখোঁজ হয় ওই শিশু। গ্রামে তন্নতন্ন করে খুঁজেও তার খোঁজ মেলেনি। এমনকি, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হলেও তার সন্ধান মেলেনি। উৎকণ্ঠায় ছিল পরিবারের লোকজন। শিশুর পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বলেই জানিয়েছে পরিবার।
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে খুশকিতে ভরে মাথা, জানাচ্ছন পুষ্টিবিদ! রইল বাঁচার সেরা টোটকা!
advertisement
পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় খেলতে যাওয়ার কথা বলেই সে বের হয়। তার ২০ মিনিট পর থেকেই তার কোনও খোঁজ মিলছিল না। শনিবার থেকেই তদন্ত শুরু করে ভরতপুর থানার পুলিশ। নামানো হয় কুকুর থেকে ডুবুরি। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। মঙ্গলবার সকালে উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন ছোট্ট শিশুর পরিবার-সহ গ্রামের বাসিন্দারা ।
শিশুকন্যার মা সুলতানা খাতুন বলেন, মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনদিন ধরে। আমার মেয়েকে কেউ অপহরণ করেছিল। পরে দুষ্কৃতীরা দেখেছে গ্রামে লাগাতার পুলিশের অভিযান। আর সেই কারণেই খুন করে মাঠে ফেলে চলে যায়।
এখন পুলিশই ভরসা, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেফতার করা হোক। তবে কোনও মুক্তিপণের জন্য ফোন না এলেও কীভাবে এই খুন তার তদন্ত করেছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
