Meerut Case: স্বামীকে খু*ন করে নীল ড্রামে ভরে রেখেছিলেন দেহ! বন্দিদশায় কন্যা সন্তানের জন্ম দিলেন মীরাট হ*ত্যাকাণ্ডে অভিযুক্ত মুসকান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Meerut Case: স্বামীকে খুন করে দেহ ভরে রেখেছিলেন নীল ড্রামে৷ সৌরভ রাজপুতকে নির্মমভাবে খুনে অভিযুক্ত মুসকান কারাবন্দি অবস্থায় জন্ম দিলেন কন্যাসন্তানের৷
মীরাট: স্বামীকে খুন করে দেহ ভরে রেখেছিলেন নীল ড্রামে৷ সৌরভ রাজপুতকে নির্মমভাবে খুনে অভিযুক্ত মুসকান কারাবন্দি অবস্থায় জন্ম দিলেন কন্যাসন্তানের৷ জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানান হয়েছে, সোমবার সন্ধ্যায় শিশু সন্তানের জন্ম দিয়েছে মুসকান৷ জানা গিয়েছে মা এবং সদ্যজাত দু’জনেই সুস্থ রয়েছে৷ গ্রেফতারির সময়ই অন্ত:সত্ত্বা ছিলেন মুসকান৷
সূত্রের খবর, প্রসব বেদনা বেড়ে গেলে রবিবার গভীর রাতে তাকে লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়৷ এখানেই তিনি সন্তান প্রসব করেন।
সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট ডা. বিরেশ রাজ শর্মা পিটিআই-কে জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে মুসকানকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রসূতি বিভাগের প্রধান ডা. শকুন সিং জানান, নবজাতকের ওজন ২.৪ কেজি এবং স্বাভাবিক প্রসব করানো সম্ভব হয়েছে। মা ও শিশু দু’জনেই স্থিতিশীল আছে বলেই জানালেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
আরও পড়ুন: ইথিওপিয়ার আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, ছাই ঢুকবে ভারতে! একাধিক বিমান বাতিল, বিমানবন্দরে জারি সতর্কতা
অভিযুক্ত মুসকানের পরিবারকে খবর দেওয়া হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত কোনও আত্মীয় তাকে হাসপাতালে দেখতে আসেননি বলেই খবর৷ ঘটনার স্পর্শকাতরতার কারণে হাসপাতালের প্রবেশপথ ও ওয়ার্ডগুলোতে পুলিশি উপস্থিতিও বাড়ানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিন মুসকানকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয় এবং নিরাপত্তা প্রোটোকল ও চিকিৎসা নথিপত্র নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, গত মার্চ মাসেই মীরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ড ঘিরে আলোড়ন পড়ে গোটা দেশে৷ জানা যায়, ৪ মার্চ রাতে মীরাটের ইন্দিরানগরের বাড়িতে সৌরভকে মাদক খাইয়ে ছুরি দিয়ে হত্যা করা হয়৷ ঘটনার মূল অভিযুক্ত সৌরভের স্ত্রী মুসকান এবং তার প্রেমিক সাহিল শুক্লা৷ পুলিশ জানায়, হত্যার পর দুই অভিযুক্ত সৌরভের মাথা ও হাত কেটে দেহকে সিমেন্টে ভরা নীল ড্রামে লুকিয়ে রেখে হিমাচল প্রদেশে পালিয়ে যায়। পরে তদন্তকারীরা একটি স্যুটকেসে একটি অস্থি খণ্ড খুঁজে পান, যা দেহ নিষ্পত্তির জন্য ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ।
advertisement
পুলিশের মতে, মুসকান ২০২৩ সালের নভেম্বর থেকেই হত্যার পরিকল্পনা করছিলেন। কর্মকর্তারা বলেন, সৌরভকে হত্যা করা হয়েছিল “তন্ত্র-মন্ত্রের কারণে নয়, বরং তিনি তাদের প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন” বলে। পরিবারের কাছে কথিত স্বীকারোক্তির পর ১৮ মার্চ মুসকান ও সাহিলকে গ্রেফতার করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 10:07 AM IST

