TRENDING:

Murshidabad News: রণগ্রাম ব্রিজ সংস্কারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী

Last Updated:

বর্ধমান, বীরভূমের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম মুর্শিদাবাদের (Murshidabad) কান্দির রণগ্রাম ব্রিজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ:  রণগ্রাম ব্রিজ সংস্কারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী। প্রসঙ্গত করোনা পরিস্থিতির জন্য মিছিল করার অনুমতি দেয়নি প্রশাসন। আর সেই কারণেই গুটি কয়েক নেতৃত্বদের নিয়ে পদযাত্রা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhary)। সঙ্গে ছিলেন কান্দির কংগ্রেস নেতা সফিউল আলম খান। সোমবার গোকর্ন থেকে পুরন্দরপুর পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে সভা করেন অধীর চৌধুরী।
Murshidabad News: Congress leader Adhir Chowdhary holds protest march
Murshidabad News: Congress leader Adhir Chowdhary holds protest march
advertisement

বর্ধমান, বীরভূমের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম মুর্শিদাবাদের (Murshidabad) কান্দির রণগ্রাম ব্রিজ। দীর্ঘদিন এই ব্রিজের বেহাল দশা থাকায় ২০১৯ সালে প্রশাসনিক তৎপরতায় শুরু হয় রণগ্রাম ব্রিজ (Ranagram Bridge) মেরামতের কাজ। কিন্তু বছরের পর বছর ঘুরে গেলেও কান্দির রণগ্রাম ব্রিজের সমস্যা সেই তিমিরেই। মাঝপথেই থমকে রয়েছে মেরামতির কাজ। রণগ্রাম ব্রিজ সংস্কারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী। প্রসঙ্গত করোনা পরিস্থিতির জন্য মিছিল করার অনুমতি দেয়নি প্রশাসন। আর সেই কারনেই গুটি কয়েক নেতৃত্বদের নিয়ে পদযাত্রা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সঙ্গে ছিলেন কান্দির কংগ্রেস নেতা সফিউল আলম খান। সোমবার গোকর্ন থেকে পুরন্দরপুর পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে সভা করেন অধীর চৌধুরী (Adhir Chowdhary)।

advertisement

আরও পড়ুন - Delhi Pollution: ‌‘‌ওয়ার্ক ফ্রম হোম’‌ কি শুধু দিল্লি সরকারের দফতরে?‌ আর অন্যরা?‌

আরও পড়ুন - Rape by 400 people: ৪০০ মানুষ মিলে নাবালিকাকে ধর্ষণ, পুলিশও ছাড়েনি, করুণ কাহিনী নিজের মুখে বয়ান

এদিন অধীর চৌধুরী (Adhir Chowdhary) বলেন, করোনার জন্য মিছিল করা যাবেনা। তাই একাই মিছিল করেন তিনি। কলকাতায় শয়ে শয়ে লোক নিয়ে মিছিল করলে কলকাতায় কোভিড নেই, কিন্তু মুর্শিদাবাদে কোভিড আছে। আসলে এখানকার তৃণমূলের লোকেরা করোনার নাম করে। কংগ্রেসকে আটকানোর চেষ্টা করছে। দু বছর ধরে রণগ্রাম ব্রিজ বন্ধ থাকায় লক্ষ লক্ষ মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। গোটা কান্দির সাথে কলকাতা বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। এখনও কেন বিকল্প রাস্তা তৈরি হলনা কেন। ব্রিজ তৈরি হতে সময় লাগলেও দুটি কজ ওয়ে তৈরি করা হলে মানুষের যাতায়াতে সুবিধা হবে। সামরিক বাহিনী দিয়ে দ্রুত ব্রিজ মেরামতের দাবি জানান তিনি।মেরামতের দাবি জানান তিনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

 Pranab Kumar Banerjee

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: রণগ্রাম ব্রিজ সংস্কারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল