Rape by 400 people: ৪০০ মানুষ মিলে নাবালিকাকে ধর্ষণ, পুলিশও ছাড়েনি, করুণ কাহিনী নিজের মুখে বয়ান

Last Updated:
মহারাষ্ট্রের বিড জেলায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে আতঙ্কের শিহরণ বয়ে যাচ্ছে৷ এক নাবালিকা অথচ বিবাহিতা মেয়েকে ৪০০ জন ধর্ষণ করেছে (Rape by 400 people) ৷
1/7
#কলকাতা: মহারাষ্ট্রের বিড জেলায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে আতঙ্কের শিহরণ বয়ে যাচ্ছে৷ এক নাবালিকা অথচ বিবাহিতা মেয়েকে ৪০০ জন ধর্ষণ করেছে৷ এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী৷ গত ছয় মাস ধরে লাগাতার ধর্ষণের (Rape) পালা চলেছে৷ মরার ওপর খাঁড়ার ঘা এই অভিযোগ দায়ের করার জন্য পুলিশের কাছে অভিযোগ জানালে সেও তাকে যৌন হেনস্তা (Molestation) করে৷ Photo - Representative
#কলকাতা: মহারাষ্ট্রের বিড জেলায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে আতঙ্কের শিহরণ বয়ে যাচ্ছে৷ এক নাবালিকা অথচ বিবাহিতা মেয়েকে ৪০০ জন ধর্ষণ করেছে৷ এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী৷ গত ছয় মাস ধরে লাগাতার ধর্ষণের (Rape) পালা চলেছে৷ মরার ওপর খাঁড়ার ঘা এই অভিযোগ দায়ের করার জন্য পুলিশের কাছে অভিযোগ জানালে সেও তাকে যৌন হেনস্তা (Molestation) করে৷ Photo - Representative
2/7
মেয়েটি এখন ২ মাসের অন্তঃসত্ত্বা (Pregnant) ৷ এখনও অবধি এই নক্কারজনক ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে নিগৃহীতা নাবালিকা এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে৷ Photo Courtesy- ANI/Twitter
মেয়েটি এখন ২ মাসের অন্তঃসত্ত্বা (Pregnant) ৷ এখনও অবধি এই নক্কারজনক ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে নিগৃহীতা নাবালিকা এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে৷ Photo Courtesy- ANI/Twitter
3/7
মেয়েটি নিজের করুণ জীবনের কাহিনী তুলে ধরেছে৷ সে জানিয়েছে বছর দুয়েক আগে তার মা মারা যায়৷ মাস আটেক আগে তার বিয়ের ব্যবস্থা করে বিয়ে দিয়ে দেয় বাবা৷ তাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোক মারধর করত এবং অত্যাচার করত বলে অভিযোগ৷ Photo - Representative
মেয়েটি নিজের করুণ জীবনের কাহিনী তুলে ধরেছে৷ সে জানিয়েছে বছর দুয়েক আগে তার মা মারা যায়৷ মাস আটেক আগে তার বিয়ের ব্যবস্থা করে বিয়ে দিয়ে দেয় বাবা৷ তাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোক মারধর করত এবং অত্যাচার করত বলে অভিযোগ৷ Photo - Representative
4/7
সেখান থেকে বাঁচতে সে তার বাবার কাছে পালিয়ে ফিরে আসে, কিন্তু বাবা আর তাকে ফিরিয়ে নেয়নি৷ বিড জেলার আম্বাজোগাই বাস স্ট্যান্ডে সে ভিক্ষাবৃত্তি শুরু করে৷ সেখানেই শুরু হয় যৌন শোষণের পর্যায়৷ Photo - Representative
সেখান থেকে বাঁচতে সে তার বাবার কাছে পালিয়ে ফিরে আসে, কিন্তু বাবা আর তাকে ফিরিয়ে নেয়নি৷ বিড জেলার আম্বাজোগাই বাস স্ট্যান্ডে সে ভিক্ষাবৃত্তি শুরু করে৷ সেখানেই শুরু হয় যৌন শোষণের পর্যায়৷ Photo - Representative
5/7
শিশু ওয়েলফেয়ার কমিটিতে দেওয়া বিবৃতিতে মেয়েটি জানিয়েছে, ‘‘আমি বহু মানুষের দ্বারা শোষিত হয়েছি৷ আমি আম্বাজোগাই পুলিশ স্টেশনে একাধিকবার অভিযোগ দায়ের করতে গিয়েছি, কিন্তু অভিযুক্তদের ধরার বদলে পুলিশ আমাকেই হেনস্তা করে এক পুলিশ৷ Photo - Representative
শিশু ওয়েলফেয়ার কমিটিতে দেওয়া বিবৃতিতে মেয়েটি জানিয়েছে, ‘‘আমি বহু মানুষের দ্বারা শোষিত হয়েছি৷ আমি আম্বাজোগাই পুলিশ স্টেশনে একাধিকবার অভিযোগ দায়ের করতে গিয়েছি, কিন্তু অভিযুক্তদের ধরার বদলে পুলিশ আমাকেই হেনস্তা করে এক পুলিশ৷ Photo - Representative
6/7
এই মেয়েটির অভিযোগ ভারতীয় দণ্ডবিধির ( Indian Penal Code) The Prohibition of Child Marriage Act, The Protection of Children from Sexual Offences Act এছাড়া রেপ (Rape), এবং যৌন হেনস্তার আওতায় দায়ের করা হয়েছে৷ Photo - Representative
এই মেয়েটির অভিযোগ ভারতীয় দণ্ডবিধির ( Indian Penal Code) The Prohibition of Child Marriage Act, The Protection of Children from Sexual Offences Act এছাড়া রেপ (Rape), এবং যৌন হেনস্তার আওতায় দায়ের করা হয়েছে৷ Photo - Representative
7/7
অবশেষে এই সপ্তাহে কেসটি দায়ের করা হয়৷ ঘটনার তদন্ত চলছে, এখনও অবধি এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বিড থানার পুলিশ৷ Photo - Representative
অবশেষে এই সপ্তাহে কেসটি দায়ের করা হয়৷ ঘটনার তদন্ত চলছে, এখনও অবধি এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বিড থানার পুলিশ৷ Photo - Representative