Rape by 400 people: ৪০০ মানুষ মিলে নাবালিকাকে ধর্ষণ, পুলিশও ছাড়েনি, করুণ কাহিনী নিজের মুখে বয়ান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মহারাষ্ট্রের বিড জেলায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে আতঙ্কের শিহরণ বয়ে যাচ্ছে৷ এক নাবালিকা অথচ বিবাহিতা মেয়েকে ৪০০ জন ধর্ষণ করেছে (Rape by 400 people) ৷
#কলকাতা: মহারাষ্ট্রের বিড জেলায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে আতঙ্কের শিহরণ বয়ে যাচ্ছে৷ এক নাবালিকা অথচ বিবাহিতা মেয়েকে ৪০০ জন ধর্ষণ করেছে৷ এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী৷ গত ছয় মাস ধরে লাগাতার ধর্ষণের (Rape) পালা চলেছে৷ মরার ওপর খাঁড়ার ঘা এই অভিযোগ দায়ের করার জন্য পুলিশের কাছে অভিযোগ জানালে সেও তাকে যৌন হেনস্তা (Molestation) করে৷ Photo - Representative