TRENDING:

হাঁড়ি, কড়া, গবাদি পশু নিয়ে বাড়ি ছাড়ছেন গ্রামবাসীরা, নবগ্রামে ভোগান্তির শেষ নেই, তড়িঘড়ি ছুটে এলেন বিধায়ক

Last Updated:

প্রবল বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় গ্রাম প্লাবিত হয়েছে। বাড়ির আসবাবপত্র থেকে গবাদি পশু নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন বন্যা কবলিত অঞ্চলগুলির বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গা অঞ্চলে ব্রাহ্মণী নদীর জল বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টির ফলে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে ব্রাহ্মণী নদীর জল দ্রুত বাড়তে থাকে মিল্কি গ্রাম সংলগ্ন এলাকায়। জলস্তর বৃদ্ধি হতেই বাড়ির আসবাবপত্র থেকে গবাদি পশু নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন বন্যা কবলিত অঞ্চলগুলির বাসিন্দারা।
advertisement

জানা গিয়েছে, জলস্তর বৃদ্ধির কারণেই বন্যার প্রভাব পড়েছে মিল্কি ডাঙ্গাপাড়া, কুতুবপুর এবং জাফরপুর গ্রামে। বিশেষ করে মিল্কি গ্রামের বাগদি পাড়ায় বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। স্থানীয়রা তড়িঘড়ি বাড়ির আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। গবাদি পশুর খাবার ও জল সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ প্রশাসন বুড়ো আঙুল দেখিয়েছে! চাঁদা তুলে সাঁকো নির্মাণ গ্রামবাসীদের, উন্নয়নের রাজ্যে এমন ভোগান্তি কোথায়?

advertisement

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বিভিন্ন গ্রামের বাসিন্দারা বন্যার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন। প্রবল বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় গ্রামটি প্লাবিত হয়েছে। ফলে, সেখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ত্যাগ করছেন। বিশেষ করে, নবগ্রামের নিচু এলাকাগুলি জলের তলায় চলে গিয়েছে। তাই অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় চলে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে পরিস্থিতি এখনও বেশ সংকটজনক।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বন্যার কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। গ্রামের ভিতরে গ্রামবাসীদের বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করতে দেখা গিয়েছে। নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। প্রশাসন সমস্ত রকম ভাবেই সহযোগিতা করবে বলেই জানান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাঁড়ি, কড়া, গবাদি পশু নিয়ে বাড়ি ছাড়ছেন গ্রামবাসীরা, নবগ্রামে ভোগান্তির শেষ নেই, তড়িঘড়ি ছুটে এলেন বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল