ভগবানগোলা ১ ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ২৫–৩০ বছর পর একটি পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। তবে সেই রাস্তা নিয়েই গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের পথশ্রী ৪ প্রকল্পের আওতায় পলাশবাটি সংসদ থেকে লতিব শেখের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। তবে সেই কাজে খুবই খারাপ মানের বালি, পাথর ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়ির বুকে এই প্রথম! শুরু হয়ে গেল রাজ্য তাঁত শিল্প মেলা, কালেকশন দেখে মহিলাদের মন গলে জল
অভিযোগ, ঢালাই শেষ হওয়ার আগেই বিভিন্ন জায়গায় ফাটল ধরতে শুরু করেছে। কোথাও আবার হাত দিলেই উঠে আসছে সিমেন্টের প্রলেপ। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন গর্ভবতী মায়েরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রসবের সময় অ্যাম্বুল্যান্স ডাকা হলেও খারাপ রাস্তার কারণে গ্রামে গাড়ি ঢুকতে চায় না। ফলে বাধ্য হয়ে রোগীকে অনেক দূরে কাঁধে বা ভ্যানে করে নিয়ে যেতে হয়, যা মা ও নবজাতকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বহু পরিবার এই আতঙ্কে দিন কাটাচ্ছে।
নিম্নমানের কাজের প্রতিবাদে ইতিমধ্যেই এলাকায় বিক্ষোভ হয়েছে। অভিযোগ উঠেছে, ঠিকাদারের লোকজন এসে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কন্ট্রাক্টরের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
