TRENDING:

Murshidabad News: গঠিত হোক শান্তি কমিটি, মুর্শিদাবাদকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা সকলের, এল একসাথে চলার বার্তা

Last Updated:

ধুলিয়ান পুরসভা লাগোয়া মিলন মন্দিরের সামনে শান্তি বৈঠক ডাকা হয় স্থানীয় রাজনৈতিক দল এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে। সেখানে ছিলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, সমশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম প্রমুখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ধুলিয়ানে শান্তি ফেরাতে সকলকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব। সাংসদ-বিধায়কের পাশে বসে কেন্দ্রীয় বাহিনীর আবেদন। আবেদন জানালেন হিন্দু মিলন মন্দিরের সেক্রেটারি ষষ্ঠীচরণ ঘোষ। হরিহরপাড়া, বীরভূম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও বাংলাদেশ থেকে লোক ঢুকেছে। বহিরাগতরা অশান্ত করেছে, অভিযোগ তার। প্রশাসন সিদ্ধান্ত নেবেন বলছেন সাংসদ খলিলুর রহমান। সবাই একসাথে থাকবে তাই শান্তি কমিটি গঠন করা হল। সাংসদ সামিরুল ইসলামের মধ্যস্থতায় এই কমিটি গঠনের কাজ হয়৷ সকলে মিলে একসাথে চলার বার্তা দেন।
News18
News18
advertisement

ধুলিয়ান পুরসভা লাগোয়া মিলন মন্দিরের সামনে শান্তি বৈঠক ডাকা হয় স্থানীয় রাজনৈতিক দল এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে। সেখানে ছিলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, সমশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম প্রমুখ। সেখানে পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্পের দাবি জানান স্থানীয় মন্দির কমিটির সদস্য ষষ্ঠীচরণ ঘোষ। তিনি বলেন, ‘‘সমশেরগঞ্জের কাছেই বাংলাদেশ।

advertisement

বর্তমান পরিস্থিতিতে এলাকা খুব সংবেদনশীল হয়ে গেছে। এখানে এই ধরনের হামলা হল। পুলিশ কী করেছে, প্রত্যেকে জানে। তাই কেন্দ্রীয় বাহিনীকে থাকতে হবে। প্রশাসনের উচিত এখানে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প করার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া।” এই নিয়ে চাপানউতোর তৈরি হয়। মন্দির কমিটির সেক্রেটারি তিনি। তার অভিযোগ হরিহরপাড়া, বীরভূম, মালদার একাংশ থেকে লোক ঢোকানো হয়েছে। এদের আসা যাওয়া এখানে আটকাতে হবে। সমসেরগঞ্জের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক ভাবে প্রত্যেকের অধিকার আছে কিছু বলার।

advertisement

আরও পড়ুন: দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চারতলা বাড়ি! শিউরে ওঠার মতো ভিডিও, ইতিমধ্যেই মৃত ৪, আটকে রয়েছে আরও

এখন আমরা এলাকার শান্তির বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। প্রশাসন যা দেখার দেখবে।”সমশেরগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। তাঁর সঙ্গে ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়। ঘরছাড়া পরিবারগুলিকে দ্রুত ঘরে ফেরার আর্জি জানিয়ে জেলাশাসক বলেন, ‘‘সকলে যাতে আবার সুস্থ ভাবে থাকেন, সে জন্য প্রশাসনের তরফে যাবতীয় সাহায্য করা হচ্ছে।’’

advertisement

আরও পড়ুন: মাছ খাওয়া যাবে না…রান্না করা যাবে না মাংস-ও! মুম্বইয়ে মরাঠিদেরই কোণঠাসা করছে গুজরাতিরা, তুমুল অশান্তি

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

তিনি জানান, সমশেরগঞ্জের বেদবোনা, পালপাড়া, সাহাপাড়া, জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা এবং ধুলিয়ান পুরসভার ঘোষপাড়া সংলগ্ন এলাকার পরিস্থিতি বিস্তারিত ভাবে খতিয়ে দেখা হয়েছে। অনেকে বাড়ি ফিরেছেন। বাকিরাও যেন বাড়ি ফেরেন। বাড়িঘর মেরামত করার জন্য যে সমস্ত ইমারতি দ্রব্য দরকার, জেলা প্রশাসনের তরফে সেগুলো দেওয়া হচ্ছে বলে জানান তিনি। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ জানান, জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছে, তাতে মোট ১২২টি মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত ২৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: গঠিত হোক শান্তি কমিটি, মুর্শিদাবাদকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা সকলের, এল একসাথে চলার বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল