পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৬শে জুলাই শুক্রবার বিকেল নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল আমির সোহেল নামে ওই ছাত্র। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও রকম সন্ধান পাওয়া যাচ্ছে না। ১৫ বছর বয়সী সন্তানের নিখোঁজের ঘটনায় ক্রমশ উদ্বিগ্ন পরিবার। আতঙ্কে ঘুম বন্ধ হয়েছে পরিবারের সদস্যদের। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সামশেরগঞ্জ থানায় লিখত অভিযোগ দায়ের করছেন পরিবারের পক্ষ থেকে। চারিদিকে খোঁজ খবর নিয়েও বিফল হয়েছেন পরিবারের লোকজন। সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেও কোনও সুরাহা পাওয়া যায়নি। ফলে তিন দিন ধরে দুশ্চিন্তায় দিন কাটছে ছাত্রের পরিবারে।
advertisement
ছাত্রের পরিবারের সদস্যরা জানান, বাড়ি ছেলে আচমকা কোথায় চলে গেল, সেই দুশ্চিন্তায় তাঁদের ঘুম উড়েছে। আমির সোহেল খোঁজ পেতে তাঁরা দিশেহারা। সম্ভব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনও সুরাহা মিলছে না। সামশেরগঞ্জ থানাও কোনও হদিশ দিতে পারেনি বলে ক্ষোভ উগরে দিয়েছেন ওই মহিলা।
বহু খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ইতিমধ্যেই সামশেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা। ঘটনার কথা লিখিত অভিযোগ দায়ের করার পর সামশেরগঞ্জ থানার পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেয়। এই ঘটনায় পরিবারে কান্নার রোল নেমে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
কৌশিক অধিকারী





