TRENDING:

Murshidabad Nabanna Utsav: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হল নবান্ন উৎসব

Last Updated:

Murshidabad Nabanna Utsav: কথায় বলে 'বাঙালির বারো মাসে তেরো পার্বণ' আর এই তেরো পার্বণের অন্যতম একটি পার্বণ 'নবান্ন উৎসব'। গ্রামীণ উৎসব বলে পরিচিত এই নবান্ন উৎসব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: কথায় বলে ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’ আর এই তেরো পার্বণের অন্যতম একটি পার্বণ ‘নবান্ন উৎসব’। গ্রামীণ উৎসব বলে পরিচিত এই নবান্ন উৎসব। মুর্শিদাবাদ কান্দি রুপপুর রুদ্রদেব মন্দিরে পালিত হল এই নবান্ন উৎসব। পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বার্ষিক ঋতুকেন্দ্রিক অনুষ্ঠান নবান্ন। যা প্রতি বছর অগ্রহায়ণ মাসের ‘নির্দিষ্ট দিনে’ পালিত হয়। তাই অগ্রহায়ণ মাস এলেই গ্রাম বাংলার ঘরে ঘরে বেজে ওঠে এই উৎসবের পদধ্বনি।
advertisement

মুর্শিদাবাদ জেলার রুদ্রদেব মন্দির-সহ বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে আয়োজন করা হল নবান্ন উৎসবের। নবান্নের তাৎপর্য ‘নবান্ন’ শব্দের অর্থ হল ‘নতুন অন্ন’। গ্রাম বাংলায় হেমন্ত ঋতুতে যখন পাকা ধানের সোনালি আভা মাঠের চতুর্দিক মুখরিত করে তোলে, ঠিক সেই সময় নতুন আমন ধানে গোলা ভর্তি হয় কৃষকের। প্রতিটি বাড়ির আঙিনা ভরে ওঠে নতুন চালের গন্ধে। প্রধানত, নতুন ধান কাটা আর নতুন ধানের অন্ন রান্না এবং পরিবেশনকে কেন্দ্র করে পালিত হয় এই উৎসব। নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা এবং বিভিন্ন প্রাণীকে উৎসর্গ করে অতপর আত্মীয়-স্বজনকে সেই খাবার পরিবেশন করা হয়। কখনও কখনও এই অনুষ্ঠানে বাড়ির জামাই ও মেয়েকেও আমন্ত্রণ জানানো হয়।

advertisement

আরও পড়ুন: জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবে এবার জমাটি আয়োজন! বিশেষ আকর্ষণ মুম্বই খ্যাত শাব্বির কুমার, গায়ককে দেখতে মুখিয়ে পুরুলিয়া

View More

অগ্রহায়ণ মাসে ফসল কাটার পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন লৌকিক প্রথা দেখতে পাওয়া যায়। সৃষ্টি হয় এক নতুন আবহের। নতুন ধান কেটে ঘরে ওঠানোর কাজে ব্যস্ত হয়ে পরে সমস্ত কৃষক পরিবারের লোকেরা। নতুন ধান কাটার পর গ্রাম বাংলার প্রচলিত গানে ঢেঁকির তালে সেই ধান ভাঙ্গা হয়। তারপর সেই নতুন চালের গুঁড়ো সঙ্গে বিভিন্ন রকম শীতকালীন ফল, দুধ, নতুন গুড় এবং সামান্য পরিমাণ আদা মিশিয়ে তৈরি করা হয় এক রকম নৈবেদ্য। যা প্রথমে গৃহে অধিষ্ঠিত লক্ষ্মী নারায়নের সামনে ভোগ হিসাবে নিবেদন করা হয় এবং পরবর্তীতে সেই নৈবেদ্য ‘কাকের’ সামনে দেওয়া হয়। যা কাকের মধ্যে দিয়ে পৌঁছে যায় পূর্ব পুরুষদের কাছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হল নবান্ন উৎসব
আরও দেখুন

পাশাপাশি বাড়ির কুলদেবতা ও ঠাকুর ঘরের সামনে দেওয়া হয়। দুপুরে নতুন চালের সব্জির অন্নপ্রসাদ খাওয়া হয়। পরিবারের সকলে মিলেই এই নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে। আর বাঙালির বারো মাসে তেরো পার্বনের মতো নবান্ন উৎসবে মেতে ওঠেন গ্রাম বাংলার মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Nabanna Utsav: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হল নবান্ন উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল