TRENDING:

Panchayat Election Results: ভোট গণনার মধ্যেই বড় ঘটনা, সরিয়ে দেওয়া হল মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানকে

Last Updated:

Panchayat Election Results: পঞ্চায়েতের ভোট গণনা অন্যদিকে অপসারন করা হল মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: একদিকে পঞ্চায়েতের ভোট গণনা অন্যদিকে অপসারণ করা হল মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে। গত ১৪ জুন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীর বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই ৯জন কাউন্সিলার। মঙ্গলবার ১০জন কাউন্সিলারের উপস্থিতিতে তলবী সভার মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারন করা হয়। বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জা।
মুর্শিদাবাদ পুরসভায় মোট আসন ১৬টি।
মুর্শিদাবাদ পুরসভায় মোট আসন ১৬টি।
advertisement

মুর্শিদাবাদ পুরসভায় মোট আসন ১৬টি। এরমধ্যে তৃণমূল পেয়েছিল ৯টি, নির্দল ১টি ও বিজেপি পেয়েছিল ৬টি। গত ১৪ জুন চেয়ারম্যান ললিতা দাস নন্দীর বিরুদ্ধে তৃণমূলের ৯জন কাউন্সিলার অনাস্থাপত্র জমা দেন লালবাগ মহকুমা শাসকের হাতে। পৌর আইন অনুযায়ী অনাস্থা প্রস্তাব আসার ১৫দিনের মধ্যে চেয়ারম্যানকে কাউন্সিলারদের নিয়ে মিটিং ডাকতে হতো। কিন্তু চেয়ারম্যান মিটিং ডাকেননি। পরবর্তী ৭ দিন ভাইস চেয়ারম্যানও মিটিং ডাকেনি। তাই ২৮ দিনের মাথায় তলবী সভা ডাকা হয় মুর্শিদাবাদ পৌরসভায়। মঙ্গলবার ১০জন কাউন্সিলারের উপস্থিতিতে তলবী সভার মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারন করা হয়।

advertisement

আরও পড়ুন-  Indian Team New Jersey: ভারতীয় দলের নতুন জার্সি আদৌ মনপসন্দ নয় ফ্যানদের, অশ্লীল শব্দে নিন্দা সোশ্যাল মিডিয়ায়

১০নং ওয়ার্ডের কাউন্সিলার ও এদিনের তলবী সভার সভাপতি ফাহিম মির্জা বলেন, পৌর আইন অনুযায়ী অনাস্থা প্রস্তাব আসার পর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কাউন্সিলারদের নিয়ে মিটিং না করায় তলবী সভা ডেকে ১০ জন কাউন্সিলারদের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যানকে অপসারন করা হল। ৬নং ওয়ার্ডের কাউন্সিলার ইন্দ্রজিৎ ধর বলেন, পৌরসভার চেয়ারম্যানের একাধিক দুর্নীতির প্রতিবাদে আমরা অনাস্থা এনেছিলাম। আর সেইকারনে পৌর আইন অনুযায়ী সমস্ত বিধি মেনে চেয়ারম্যানকে অপসারন করা হল।একদিকে পঞ্চায়েতের ভোট গণনা অন্যদিকে অপসারন করা হল মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নদীকে।

advertisement

গত ১৪ জুন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীর বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই ৯জন কাউন্সিলার। মঙ্গলবার ১০জন কাউন্সিলারের উপস্থিতিতে তলবী সভার মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারন করা হয়। বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Pranab Kumar Banerjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election Results: ভোট গণনার মধ্যেই বড় ঘটনা, সরিয়ে দেওয়া হল মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল