মুর্শিদাবাদ পুরসভায় মোট আসন ১৬টি। এরমধ্যে তৃণমূল পেয়েছিল ৯টি, নির্দল ১টি ও বিজেপি পেয়েছিল ৬টি। গত ১৪ জুন চেয়ারম্যান ললিতা দাস নন্দীর বিরুদ্ধে তৃণমূলের ৯জন কাউন্সিলার অনাস্থাপত্র জমা দেন লালবাগ মহকুমা শাসকের হাতে। পৌর আইন অনুযায়ী অনাস্থা প্রস্তাব আসার ১৫দিনের মধ্যে চেয়ারম্যানকে কাউন্সিলারদের নিয়ে মিটিং ডাকতে হতো। কিন্তু চেয়ারম্যান মিটিং ডাকেননি। পরবর্তী ৭ দিন ভাইস চেয়ারম্যানও মিটিং ডাকেনি। তাই ২৮ দিনের মাথায় তলবী সভা ডাকা হয় মুর্শিদাবাদ পৌরসভায়। মঙ্গলবার ১০জন কাউন্সিলারের উপস্থিতিতে তলবী সভার মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারন করা হয়।
advertisement
১০নং ওয়ার্ডের কাউন্সিলার ও এদিনের তলবী সভার সভাপতি ফাহিম মির্জা বলেন, পৌর আইন অনুযায়ী অনাস্থা প্রস্তাব আসার পর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কাউন্সিলারদের নিয়ে মিটিং না করায় তলবী সভা ডেকে ১০ জন কাউন্সিলারদের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যানকে অপসারন করা হল। ৬নং ওয়ার্ডের কাউন্সিলার ইন্দ্রজিৎ ধর বলেন, পৌরসভার চেয়ারম্যানের একাধিক দুর্নীতির প্রতিবাদে আমরা অনাস্থা এনেছিলাম। আর সেইকারনে পৌর আইন অনুযায়ী সমস্ত বিধি মেনে চেয়ারম্যানকে অপসারন করা হল।একদিকে পঞ্চায়েতের ভোট গণনা অন্যদিকে অপসারন করা হল মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নদীকে।
গত ১৪ জুন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীর বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই ৯জন কাউন্সিলার। মঙ্গলবার ১০জন কাউন্সিলারের উপস্থিতিতে তলবী সভার মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারন করা হয়। বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জা।
Pranab Kumar Banerjee