সংসারে অর্থের অভাব ঘোচাতে পেটের দায়ে চার মাস আগে কেরলে রাজমিস্ত্রির লেবারের কাজে গিয়েছিলেন সামশেরগঞ্জের ভাষায়পাইকর অঞ্চলের এলিজাবাদ গ্রামের যুবক কাশফিল ওরফে বাদশা (৩০)। মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল উপার্জনের সেই পথ। অকালে চলে গেল যুবক।
advertisement
জানা যাচ্ছে, সোমবার কাজ করার সময় একটি গাছ ভেঙে পড়ে বাদশার উপর। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা। টানা চিকিৎসার পরও শেষরক্ষা হল না। দুর্ঘটনার ন’দিন পর মঙ্গলবার সকাল ১১টার দিকে হাসপাতালে যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। ভেঙে পড়েছে পরিবার-পরিজনেরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক কাশফিলের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাদের আরও দুই ছোট ছোট সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। কাশফিলের মরদেহ দ্রুত গ্রামে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানিয়েছে পরিবার।
