TRENDING:

আউটডোরে টিকিট কাটলে খাবারের কুপন ! মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে খাবারের ব্যবস্থা !

Last Updated:

হোটেল বন্ধ থাকায় রোগীর আত্মীয়রা খাবার পাচ্ছিলেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: হাসপাতালের আউটডোরে টিকিট কাটলেই মিলছে অতিরিক্ত একটা কুপন। যে সমস্ত রোগীরা ভর্তি আছে তাদের আত্মীয়দেরও দুবেলা করে কুপন পৌঁছে যাচ্ছে সকাল বেলাতেই। টানা ২১ দিন ধরে চলছে এইভাবে পরিষেবা। লকডাউন এর জেরে সমস্ত হোটেল বন্ধ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে সমস্ত রোগীরা ভর্তি রয়েছে তাদের আত্মীয় ও আউটডোরে যারা চিকিৎসা করতে আসছেন তাদের দুবেলা খাবারের ব্যবস্থা করেছে জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন।
advertisement

হোটেল বন্ধ থাকায় রোগীর আত্মীয়রা খাবার পাচ্ছিলেন না। সমস্যাতে পড়তে হচ্ছিল আউটডোরে আসার রোগীদেরও। তাদের কথা ভেবে দিন ও রাত্রি দু বেলাতেই পেট পুরে খাওয়ানো হচ্ছে সভাধিপতি তত্ত্বাবধানে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রতিদিনই বাইরে থেকে প্রতিদিনের কয়েক হাজার রোগী আসেন। এছাড়াও মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন কয়েকশো রোগী । মুর্শিদাবাদ জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও রোগীরা আসেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। হঠাৎ করে লক ডাউন হয়ে যাওয়াই রোগীর আত্মীয়রা সমস্যায় পড়েছিলেন। তাদের কথা ভেবেই প্রতিদিন দুবেলা করে প্রায় ২০০০ মানুষের খাবারের ব্যবস্থা করেছেন সভাধিপতি। মোশারফ হোসেন বলেন, রোগীর আত্মীয়দের কথা ভেবে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খুবই সমস্যায় পড়েছিল। মানুষগুলো উপকৃত হচ্ছে এটাতেই পরম তৃপ্তি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

PRANAB KUMAR BANERJEE

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আউটডোরে টিকিট কাটলে খাবারের কুপন ! মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে খাবারের ব্যবস্থা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল