TRENDING:

Child Marriage: নরম হাতে আর নাবালক-নাবালিকার বিয়ে বন্ধ নয়, এবার কড়া শান্তি! যেমনটা হল পাঞ্জাবি পরা এই পাত্রের

Last Updated:

Murshidabad News: পরনে ছিল পাঞ্জাবি। বিয়ের জন্য সব কিছু রেডি। কিন্তু হঠাৎই হাজির পুলিশ। আর অবশেষে পাঞ্জাবি পরেই পাত্র গেল শ্রীঘরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: পরনে ছিল পাঞ্জাবি। বিয়ের জন্য সব কিছু রেডি। কিন্তু হঠাৎই হাজির পুলিশ। আর অবশেষে পাঞ্জাবি পরেই পাত্র গেল শ্রীঘরে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে রুখল কান্দি থানার পুলিশ ও শিশু উন্নয়ন প্রকল্পের অধিকর্তা।
পাঞ্জাবি পরে শ্রীঘরে পাত্র
পাঞ্জাবি পরে শ্রীঘরে পাত্র
advertisement

মুর্শিদাবাদ জেলার কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, মঙ্গলবার রাতে কান্দি থানার কল্যাণপুর গ্রামের এক নাবালিকার সঙ্গে খড়গ্রাম থানার খড়সা গ্রামের এক যুবককে বিবাহের আসর বসেছিল কল্যাণপুর গ্রামে। পুলিশ এই ঘটনার খবর পেয়ে পৌছে যান ওই নাবালিকার বাড়িতে। পুলিশ দেখেই গাড়ি চেপে চম্পট দেওয়ার চেষ্টা করেন নব দম্পতি। কিন্তু পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে এবং তাদের আটক করে।

advertisement

আরও পড়ুন: আচমকা ধপাস করে গাড়ি-বাইকের উপর ভেঙে পড়ল ৩৩ হাজারের ইলেকট্রিক খুঁটি! তারপর যা ঘটল…রইল সিসিটিভি ফুটেজ

নব দম্পতি ছাড়াও আরও তিনজন পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয়। বিয়ের পাঞ্জাবি পরেই বরের ঠাঁই হল শ্রীঘরে। বুধবার অভিযুক্তদের কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। কান্দি থানার আইসি মৃনাল সিনহা জানান, সরকারের পক্ষ থেকে এত সচেতনতা বার্তা দেওয়ার পর মানুষের হুঁশ ফিরছে না। ১৮ বছরের নিচে ও ছেলেদের ক্ষেত্রে ২১ বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বেআইনি। এতে আইনি শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলেই সচেতনত থাকুন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে নাবালিকা বিবাহ বন্ধ করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হলেও গ্রামীণ এলাকায় নাবালিকার বিয়ের একটা প্রচলন এখনও থেকেই গিয়েছে। নাবালিকার বিয়ে দিলে অনেক কুফল হতে পারে বলেও পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Marriage: নরম হাতে আর নাবালক-নাবালিকার বিয়ে বন্ধ নয়, এবার কড়া শান্তি! যেমনটা হল পাঞ্জাবি পরা এই পাত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল