মুর্শিদাবাদ জেলার কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, মঙ্গলবার রাতে কান্দি থানার কল্যাণপুর গ্রামের এক নাবালিকার সঙ্গে খড়গ্রাম থানার খড়সা গ্রামের এক যুবককে বিবাহের আসর বসেছিল কল্যাণপুর গ্রামে। পুলিশ এই ঘটনার খবর পেয়ে পৌছে যান ওই নাবালিকার বাড়িতে। পুলিশ দেখেই গাড়ি চেপে চম্পট দেওয়ার চেষ্টা করেন নব দম্পতি। কিন্তু পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে এবং তাদের আটক করে।
advertisement
আরও পড়ুন: আচমকা ধপাস করে গাড়ি-বাইকের উপর ভেঙে পড়ল ৩৩ হাজারের ইলেকট্রিক খুঁটি! তারপর যা ঘটল…রইল সিসিটিভি ফুটেজ
নব দম্পতি ছাড়াও আরও তিনজন পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয়। বিয়ের পাঞ্জাবি পরেই বরের ঠাঁই হল শ্রীঘরে। বুধবার অভিযুক্তদের কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। কান্দি থানার আইসি মৃনাল সিনহা জানান, সরকারের পক্ষ থেকে এত সচেতনতা বার্তা দেওয়ার পর মানুষের হুঁশ ফিরছে না। ১৮ বছরের নিচে ও ছেলেদের ক্ষেত্রে ২১ বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বেআইনি। এতে আইনি শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলেই সচেতনত থাকুন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে নাবালিকা বিবাহ বন্ধ করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হলেও গ্রামীণ এলাকায় নাবালিকার বিয়ের একটা প্রচলন এখনও থেকেই গিয়েছে। নাবালিকার বিয়ে দিলে অনেক কুফল হতে পারে বলেও পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে।
কৌশিক অধিকারী