জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সৌমজিত বড়ুয়া, ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র, পুলিশের একাধিক আধিকারিক, জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের, পার্থ সারথী চক্রবর্তী, অভিনেত্রী মিষ্টি, পরিচালক এবং চলচ্চিত্র জগতের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অংশ করবেন।
আরও পড়ুন: ১২ লাখ টাকার ইলেকট্রিক কেবল উধাও…! কে করল চুরি, কান টানতেই পুলিশের জালে ৩
advertisement
মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ প্রশাসনের সূত্রে জানা যায়, এই উদ্যোগ সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ছড়িয়ে দিতে একটি কার্যকরী মাধ্যম হবে। শর্ট ফিল্মের মাধ্যমে সমাজে সচেতনতার বার্তা মানুষের কাছে দ্রুত এবং সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব। সমাজে সচেতনতা তৈরি করতে প্রচলিত পদ্ধতির বাইরে বেরিয়ে আমরা ভিসুয়াল মাধ্যমকে বেছে নিয়েছি। সিনেমা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তাই সমাজের বাস্তব সমস্যাগুলি তুলে ধরতে এবং সমাধানের পথ দেখাতে এই শর্ট ফিল্মগুলি হবে সবচেয়ে কার্যকরী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিনেতা খরাজ মুখার্জি জানিয়েছেন, “আমরা খুবই আনন্দিত। ফরাক্কারর মত জায়গায় এসে সমাজের জন্য কাজ করতে পেরে। যে শর্ট ফিল্মের শুটিং করা হবে তাতে আগামীদিনে মানুষের কাছে ভাল বার্তা দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য।”
তন্ময় মন্ডল